বিশ্বের মধ্যে প্রথম সীমান্ত খুলে দিলো ইতালি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – আজ থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সীমানা পুরোপুরি খুলে দেওয়া হল ইতালিতে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালি প্রথম, যেখানে সম্পূর্ণ ভাবে আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়া হয়েছে। তবে এর পরেও রোমের লিয়োনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে স্বাভাবিকের তুলনায় যাত্রী সমাগম অনেক কম ছিল ।

করোনা-সংক্রমণের জেরে বিচ্ছিন্ন হয়ে থাকা পরিবারগুলোকে আবার একজায়গায় ফিরিয়ে আনার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ইটালির সরকার।  এমনকি পর্যটকদের ১৪ দিন কোয়রান্টিনে থাকার নিয়মও তুলে নেওয়া হয়েছে সে দেশে। করোনা জেরে ইতালির পর্যটনশিল্প মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই অবস্থায় দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতেই এই বেপরোয়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইটালীয় সরকার।

ইতালির মতো অন্যান্য দেশ অবশ্য এখনো আন্তর্জাতিক সীমানা খুলে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নি। পড়শি রাষ্ট্র জার্মানি এখনই সীমান্ত খোলার পক্ষপাতী নয় । তারা জানিয়েছে, ১৫ জুন থেকে ইউরোপের দেশগুলোর মধ্যে যাতায়াতে অনুমতি দেওয়া হবে। তবে অনুমতি দেওয়া হলেও দেশবাসীকে যতটা সম্ভব কম বিদেশ-সফর করার পরামর্শ দেওয়া হবে।

অন্যদিকে ফ্রান্স,অস্ট্রিয়া প্রভৃতি দেশগুলিও ১৫ জুনের পর থেকে সীমান্ত খুলে দেবে । ব্রিটেনও আগামী সপ্তাহ থেকে দেশে ঢোকার ছাড়পত্র দিলেও ১৪ দিন কোয়রান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিল সুইডেন। সে দেশে সামাজিক দূরত্ববিধি মানা হলেও লক ডাউন করা হয়নি।

বিশ্বের মধ্যে প্রথম সীমান্ত খুলে দিলো ইতালি

সারা বিশ্বের কাছে করোনা ভাইরাসের উৎস হিসেবে চিহ্নিত চিনে লকডাউন উঠেছে। চীন এখন অনেকটাই পুরনো চেহারায়। তবে লক ডাউনের পরবর্তী সময়েও সেই দেশে মৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে নিয়ন্ত্রিত। অনেক দেশই লকডাউন তুলে দিয়ে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই সব দেশগুলি চিনের মতো মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারবে কি না সেটাই এখন দেখার।

Highlights

১. আজ থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সীমানা পুরোপুরি খুলে দেওয়া হল ইতালিতে।

২. তবে অন্যান্য দেশগুলি ১৫ ই জুনের পরে খোলার সিদ্ধান্ত নিয়েছে।

৩. চিনে লক ডাউন উঠে উঠে গেলেও মৃত্যুর হার নিয়ন্ত্রিত।

# Corona | # Italy | # Lock down

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন