বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী মোদী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia  , পল্লব চক্রবর্তী :- বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী মোদী !সারা বিশ্বের সবথেকে প্রতিষ্ঠিত ম্যাগাজিনের মধ্যে একটি হলো Time Magazine যা এবার ২০২০ সালের বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যাক্তিদের তালিকা প্রকাশ করেছে। উলেখ্য Time Magazine প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে থাকে। সেই তালিকাতে আলাদা আলাদা দেশের নানা প্রভাবশালী ব্যাক্তিদের নাম প্রকাশ করা হয়। আবারও সেই তালিকাতে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম যুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত আশ্চর্যজনক ভাবে তালিকাতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপরে চীনের একনায়ক রাষ্ট্রপতি সি জিনপিংকে রাখা হয়েছে। Time Magazine বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তিদের নিজেদের ম্যাগাজিনের তালিকাতে জায়গা দেয়। এই বছর প্রায় দুই ডজন নতুন প্রভাবশালী ব্যাক্তিদের নামকে নয়া তালিকাভুক্ত করা হয়েছে। আর তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমাত্র ভারতীয় নেতা যাকে এবারের তালিকাতে যুক্ত করা হয়েছে।

টাইম ম্যাগাজিন তাদের লেখাই বলে গণতন্ত্রে সেই সবথেকে বড় যিনি তার রাষ্ট্রে সবথেকে বেশি ভোট পায়। গণতন্ত্রের অনেক দিক বা সংজ্ঞা রয়েছে যেখানে বিজয়ী নেতাদের পক্ষে যারা ভোট দেয়নি তাদের অধিকার নিয়েও কথা বলা হয়। কিন্তু ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র এবং সেখানে প্রতিটি ধর্মের লোক সুরক্ষিত ভাবে বাস করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও শাহিন বাগের দাদি বিলকিসকেও সেই তালিকায় যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন :- হার দিয়ে IPL অভিযান শুরু KKR-র !

এছাড়াও গত বছর লন্ডনে HIV রোগীকে সুস্থ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া প্রোফেসর রবিন্দ্র গুপ্তাকেও এই তালিকায় রাখা হয়েছে।

Highlights

1. বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী মোদী !

2. প্রোফেসর রবিন্দ্র গুপ্তাকেও এই তালিকায় রাখা হয়েছে

# Time #Magazine #World #Politics

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন