Bangla News Dunia , পল্লব : ২০২২ সালের অক্টোবরে প্রকাশিত হয়েছিল ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স’। বিস্ময়করভাবে সেই ক্ষুধা সূচকে ভারতের স্থান ছিল ১০৭তম। শ্রীলঙ্কা ছিল ৬৪তম স্থানে, নেপাল ৮১তম, বাংলাদেশ ৮৪তম এবং পাকিস্তান ছিল ৯৯তম স্থানে। আফগানিস্তান ছিল ভারতের পিছনে, ১০৯তম স্থানে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এই সূচক ভারতের প্রকৃত ছবির প্রতিফলন নয়। ২০২২ সাল জুড়ে চরম অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করেছে শ্রীলঙ্কা।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
বর্তমানে পাকিস্তানের যা হাল, তা দেখে এখন আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত সরকারের বক্তব্যই সঠিক ? এই আলোচনা আরও উসকে দিয়েছে গত সপ্তাহে বিশ্ব ব্যাঙ্কের প্রকাশ করা ‘গ্লোবাল ইকোনমিক আউটলুক রিপোর্ট’। এই রিপোর্টে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস, গত আর্থিক বছরের তুলনায় কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে।
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার কমে ৩.২ শতাংশে নেমে আসবে। ভারতের জিডিপিও কমবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। তব, পাকিস্তানের মতো অবস্থা হবে না। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, “ভারতের জিডিপি বৃদ্ধির হার ২০২১-২২ সালের ৮.৭ শতাংশ থেকে কমে, ২০২২-২৩ সালে ৬.৯ শতাংশ হবে।”
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !