BBangla News Dunia, সমরেশ দাস : – প্রথম থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু কোবিদ-১৯ নিয়ে যা যা পদক্ষেপ সবাই তাই অক্ষরে অক্ষরে পালন করছে । কিন্তু সম্প্রতি পাকিস্তান এ যে ভাবে সবাই মিলে একসাথে জমায়েত হয়ে নামাজ পড়ছে তাতে সত্যি খুব চিন্তায় পড়েছে সবাই ।
আর মাত্র ২ দিন পরে অর্থাৎ ২৩শে এপ্রিল থেকে শুরু হচ্ছে মুসলিমদের প্রবিত্র রমজান মাস চলবে সেই ২৩শে মে পর্যন্ত । কিন্তু এই অবস্থায় সবাই মাইল একসাথে নামাজ না পড়ার কথা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এই মাসে কোনো রকম কোনো ধর্মীয় জমায়েত করা যাবে না বলে তারা জানিয়েছেন । করোনাকে প্রতিরোধ করতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন অন্তত পক্ষে ৩ ফুট দূরত্ব মানতেই হবে । আর এই প্রবিত্র রমজান মাসে সবার ঘন ঘন মসজিদে যাবার একটা প্রবণতা থাকে । সেটাকে বন্ধ করতে হবে । আর শেষ ১০ দিনে প্রচুর মানুষ একসাথে জোটবদ্ধ হয়ে মসজিদে নামাজ পড়তে যান , সবার উচিত সেটাকে অবশ্যই বন্ধ রাখতে । একটাবছর আমাদের সবাই কে একটু মেনে চললে এই মারণ ব্যাধি কে রোধ করা যাবে ।
আরো পড়ুন :- অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নিয়মাবলী অনেক ধর্মীয় নেতারা মেনে নিয়েছেন এবং তারা ইতিমধ্যে সবাই কে জানিয়ে দিয়েছেন সেই কথা । কিন্তু কিছু মুসলিম প্রধান দেশ এই নিয়মাবলীকে পাত্তা না দিয়ে তারা বেশি করে জমায়েত হচ্ছেন ও সবাই কে বলছেন যে আল্লাহ একমাত্র এই রোগ থেকে বাঁচাতে পারেন তাই প্রতিদিন সবাই মিলে নামাজ পড়তেই হবে । যেটা খুবই চিন্তার বিষয় । প্রশাসন ব্যবস্থা না নিলে বিপদ বাড়বে বই কমবে না ।