Bangla News Dunia, অজয় দাস :- পাকিস্তানে মাঝে মধ্যেই অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটে। এবার ও ঠিক তেমনই একটি ঘটনা ঘটলো পাকিস্তানে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার একটি কবর স্থানের কবর থেকে আজব আওয়াজ শুনতে পান সেখানকার কিছু মানুষ।
ওই কবর থেকে আওয়াজ আসে যে ” বেঁচে আছি , আমাকে বের করুন ” . এই আওয়াজ পাওয়ার পরেই সেই এলাকার সাধারণ মানুষ ওই কবর খুদে একটি জ্যান্ত মানুষকে উদ্ধার করেন। তাকে জিজ্ঞাসা করে জানা যায়। তিনি তার এক পরিচিতের ব্যাক্তির মৃত্যুর পরে তার কবরে শেষ শ্রদ্ধা জানাতে গেছিলেন ওই ব্যাক্তি। তখনই প্রচন্ড বৃষ্টির কারণে সেখানে ভূমিধস নামে। আর ওই ধসের কবরের ভিতরে চাপা পরেযান ওই ব্যাক্তি।
ভূমিধসের পরে স্থানীয় মানুষ ওই কবরে আসলে ওই ব্যাক্তি কবরের ভিতর থেকে আওয়াজ দেন যে ,” বেঁচে আছি , আমাকে বের করুন ” , মূলত পাকিস্তানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। তাতেই দেশের বিভিন্ন কবরে প্রতিনিয়ত ভিড় বাড়ছে।
And then they heard voices from the grave. 😱 pic.twitter.com/qwcnO2B9K9
— Naila Inayat (@nailainayat) July 10, 2020
এখন পর্যন্ত পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার পার করেছে। পাকিস্তান সরকার আগেই করোনা নিয়ে হাত তুলে দিয়েছেন। এমনকি পাকিস্তানের চিকিৎসকরা চিকিৎসার সরঞ্জাম ও সঠিক পরিমানে পাচ্ছেন না। এর জন্য আগেই পাকিস্তানের চিকিৎসকরা আন্দোলন করেছে।
পাকিস্তানের সিন্ধ প্রদেশেই শুধুমাত্র ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার পার করেছে।
Highlights:-
১. পাকিস্তানের কবর থেকে আজব আওয়াজ !
২. কবর থেকে আওয়াজ আসছে , বেঁচে আছি , আমাকে বের করুন।
৩. পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
#corona #coronavirus #pakistan