Bangla News Dunia, দীনেশ দেব :- শ্রীলঙ্কায় ইস্টারের দিন চার্চে আতঙ্কবাদী হামলার পরেই সেখানকার সরকার সেই দেশের লোকেদের জন্য বোরখা নিষিদ্ধ করেছিল। এখন তারা গোহত্যা নিষিদ্ধ করতে চলেছে। গত মাসেই শ্রীলঙ্কার নির্বাচনে দুই -তৃতীয়ংশ ভোট পেয়ে শ্রীলংকার মসনদে বসেন রাজপক্ষে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষ (Mahinda Rajapaksa) মঙ্গলবার সেখানে সংসদে এই নিয়ে চর্চা করেন।
মূলত শ্রীলঙ্কার ৯৯ শতাংশ মানুষই আমিষ ভোজী তবুও শ্রীলংকার বহুসংখক হিন্দু ও বৈদ্ধ গো মাংস খায় না। আর এই বহু সংখ্যক হিন্দু ও বৈদ্ধ মাহিন্দ্রা রাজপক্ষকে স্পষ্ট জানিয়ে দেন যে শ্রীলংকায় রাজ করতে হলে সংখ্যা লঘুদের তোষণ করলে চলবে না। সেখানকার প্রভাবশালী বৈদ্ধ ভিক্ষুক বেশির ভাগই মাহিন্দ্রা রাজপক্ষের দিকে। আর তারাই মাহিন্দ্রা রাজপক্ষের উপর চাপ সৃষ্টি করছে।
শ্রীলঙ্কায় গোহত্যা নিষিদ্ধ হলেও সেখানে গো মাংস আমদানিতে কোনো প্রকার নিষিদ্ধ থাকবেনা বলে জানিয়েছে সেখানকার সরকার। দু বছর আগেও হিন্দুরা গোটা দেশে বিশাল গোহত্যা প্রতিবাদী মিছিল করেছিল। এবার তাদের দাবি পূরণ হতে চলেছে। মূলত বর্তমান সরকারের উপর সেখানকার বহুসংখ্যক বৈদ্ধ ও হিন্দুদের সমর্থন থাকার জন্য গোহত্যা নিষিদ্ধ করতে চলেছে।
Highlights:-
১. শ্রীলঙ্কায় ইস্টারের দিন চার্চে আতঙ্কবাদী হামলার পরেই বোরখা নিষিদ্ধ করেছিল সেখানকার সরকার।
২. শ্রীলঙ্কার বহুসংখ্যক বৈদ্ধ ও হিন্দু বর্তমান সরকারের পক্ষে , তাই গোহত্যা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে সেখানকার সরকার।
#banglanews #internationalnews #banglanewsdunia