ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- ভারতের DRDO সংস্থা দেশের সুরক্ষা হোক বা দেশের মানুষের স্বাস্থ্যে সব কিছুতেই আগে এগিয়ে আসে তারা। করোনা থেকে দেশকে বাঁচাতে DRDO -র বিজ্ঞানীরা প্রথমে ২ ডিজি ঔষধ আবিষ্কার করলো যাতে ভারতের করোনা রোগীদের সুস্থ করে তোলা যায়। তার পরেই ভারতের বেশি সংখ্যক মানুষকে যাতে করোনার পরীক্ষা করানো যায় তার জন্য টেস্ট কীট আবিষ্কার করলো DRDO -র বিজ্ঞানীরা।

DRDO – র বিজ্ঞানীরা এতেই থেমে নেই , এবার ব্রহ্মস মিসাইলের মাধ্যমে ভারতকে টাকা ছাপার রাস্তা তৈরী  করে দিলেন তারা। ব্রহ্মস একটি সুপার সনিক মিসাইল। সিরিয়ার যুদ্ধেই তা প্রমান পেয়েছে। এই ব্রহ্মস মিসাইলের গতির কারণে শত্রু দেশের রাডার ও এই মিসাইলকে ধরতে পারেনা।

এবার এই মিসাইলের জন্য নতুন নেক্সট জেনারেশন ( পরবর্তী প্রজন্মের ) রেমজেট ইঞ্জিন বানালো DRDO , এই ইঞ্জিন আগের ইঞ্জিনের থেকে ছোট ও হালকা ও শক্তিও বেশি উৎপাদন করতে পারে। ফলে এই মিসাইল আগের থেকে বেশি গতিতে ছুটতে পারবে। এমনকি যেকোনো প্রকার ফাইটার জেটে লাগানো যাবে এই মিসাইল।

আরো পড়ুন :- ভারতকে বিরাট বড় উপহার দিলো রাশিয়া !

এই নেক্সট জেনারেশন ( পরবর্তী প্রজন্মের ) রেমজেট ইঞ্জিন বানানোর ফলে এই ব্রহ্মস মিসাইলের ওজন এক টন কমে গেছে। ফলে বিশ্বের যে কোনো সিঙ্গেল ইঞ্জিনের ( এক ইঞ্জিন ) ফাইটার জেটে এই মিসাইল লাগানো যাবে। বিশ্বের বেশিরভাগ ছোট দেশের কাছে সিঙ্গেল ইঞ্জিনের ( এক ইঞ্জিন ) ফাইটার জেটে রয়েছে। ফলে আগে তাদের ইচ্ছে থাকলেও ব্রহ্মস মিসাইল এর ওজনের জন্য নিজেদের ফাইটার জেটের জন্য ভারত থেকে তারা এই মিসাইল কিনতো না।

কিন্তু এবার এই মিসাইলের ওজন কম হওয়ায় ও ব্রহ্মস বিশ্বের সবচেয়ে ঘাতক মিসাইল হওয়ার সব দেশই এটিকে কিনতে আগ্রহ হবে। ইতি মধ্যেই ব্রাজিল এই মিসাইল তাদের গ্রীফন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটের জন্য কিনতে আগ্রহ করেছে। ভারত নিজের চাহিদা পূরণ করে চাইলে সারা বিশ্বে এই মিসাইল বিক্রি করে মোটা টাকা উপার্জন করতে পারে।

কারণ এই ব্রহ্মস মিসাইলকে আমেরিকার উন্নত রাডারও ধরতে পারেনি আর এখনতো এর গতি আরো  বেড়েছে । এরই সাথে এই মিসাইলের সমন্ধে সারা বিশ্বের বিভিন্ন দেশকে জানালে তারা কিনতে আগ্রহী হবে কারণ ব্রহ্মস এর মতো এত উন্নত মিসাইল এখন পর্যন্ত রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের কাছে নেই। কারণ রাশিয়া ও ভারত মিলেই এই মিসাইল তৈরী করেছে।

আর মিসাইল হলো এমন এক জিনিস যা একবার ব্যবহার করলেই নষ্ট হয়ে যায়। ফলে যেই দেশ এই মিসাইল কিনবে তাকে বারবার এই মিসাইল কিনতে হবে। কারণ বিভিন্ন সময় যুদ্ধ প্রস্তুতিতে এই মিসাইল দিয়ে যুদ্ধ প্রস্তুতি করবে সেই দেশের সেনা। ফলে এর ব্যবহার হবে ও মিসাইল নষ্ট হয়ে যাবে। তাই ভারতের থেকে বারবার কিনতে হবে এই মিসাইল। আর ভারত ও সারা বিশ্বের কাছে এই মিসাইল বিক্রি করে  মোটা টাকা উপার্জন করতে পারবে।

আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- বিরাট সিদ্ধান্ত : ভারতীয় সেনায় থিয়েটার কম্যান্ড তৈরির পরিকল্পনা ভারতের

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন