ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ICU তে রাখা হলো, শারীরিক অবস্থা খারাপ আগের থেকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন শারীরিক অসুস্থতা বোধ করলে ২৭শে মার্চ তিনি তার বাড়ি ১০ নম্বর ওয়েলিং স্ট্রিট এ চলে যান এবং নিজে সেখানে হোম কোয়ারান্টিনে এ থাকছিলেন । গত ২৭শে মার্চ তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বাড়ি থেকেই সমস্ত কাজের খবর, ভিডিও কনফারেন্সিং করা ও বাকি দেশের খবর নেওয়া চালাচ্ছিলেন । কিন্তু হটাৎ করে ৫ তারিখে তার জ্বর আসে এবং তার তাপমাত্রা অনেক টাই বেড়ে যায় । তার চিকিৎসক তাকে হসপিটালে যাবার পরামশ দেন যাতে সমস্ত পরীক্ষা সেখানে ভালো করে হয় । তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন ৬ই এপ্রিল হসপিটালে ভর্তি হন ।

[ আরো পড়ুন : করোনা মোকাবিলায় বিশেষ বোর্ড গঠন করলো পশ্চিমবঙ্গ সরকার ]

কিন্তু গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয় , তাকে আই সি ইউ তে  পাঠানো হয় । হসপিটালের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার শরীর ভালো আছে , তিনি সব বুঝতে পারছেন , তিনি কাজের খবর নিয়েছেন । কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়ে তাকে আই সি ইউ এ রাখা হয়েছে ।

boris johnson

প্রধানমন্ত্রী বরিশ জনসন-এর পরিবর্তে তার কাজ আপাতত দেখছেন বিদেশ সচিব ডমিনিক রাব । বরিস এদিন টুইট করে বলেন যে এক দিন কাটানোর পর তিনি  ভালো বোধ করছেন ।

[ আরো পড়ুন : অর্থনীতিকে চাঙ্গা করতে প্যাকেজ ]

এদিকে তার এই খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টুইট করে বলেছেন যে আপনি হসপিটালে থাকুন, আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ ভাবে দেখতে পারবো এই আসা রাখি ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন