Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ব্রিটিশ প্রধানমন্ত্রী কুর্সিতে কি এবার ভারতীয় বংশোদ্ভূত ? তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাইয়ের হাতেই আসবে ব্রিটেনের শাসনভার ? বরিস জনসনের উত্তরসূরি হিসেবে প্রথম রাউন্ডের গণনায় প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক। সব চেয়ে বেশি ভোট পাওয়ায় তুঙ্গে উঠেছে জল্পনা। কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের লড়াইতেও রয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর কুর্সি পেলে, ঋষিই হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যাঁর হাতে আসবে ব্রিটেনের রাজপাট।
ব্রিটিশ সংবাদসংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের লড়াইয়ের প্রথম রাউন্ডে ঋষি পেয়েছেন ৮৮টি ভোট। ৬৭ ভোট পেয়ে তাঁর ঠিক পিছনেই রয়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট। প্রথম রাউন্ডে বিদেশ সচিব লিজ ট্রাস পেয়েছেন ৫০টি ভোট। চূড়ান্ত পর্বে শেষ দুই প্রার্থী মধ্যে থেকে নেতা বেছে নেবেন কনজারভেটিভ দলের ১ লক্ষ ৮০ হাজার সদস্য। আগামী ৫ সেপ্টেম্বর সেই নেতার নাম ঘোষণা করা হবে। যিনি নেতা নির্বাচিত হবেন, তিনি হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।
#Short News
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল