Bangla News Dunia , অমিত রায় :- চীনের পণ্য সারা দুনিয়ায় তার বাজে কোয়ালিটির জন্য বিখ্যাত। মানুষ জানে চীনের পণ্য বেশিদিন টেকসই করে না। এবার আরো একবার প্রমান হলো তা। কিন্তু এবার যা হয়েছে তা ভয়ানক বিপদের সঙ্কেত। চীনের তৈরী টিকা করোনার সাথে লড়াই করতে সক্ষম নয়। চীনের তৈরী টিকা ইউনিটেড আরব এমিরেটস ( UAE ) তার নাগরিকদের জন্য নিয়ে লাগিয়েছিল। কিন্তু টিকার দুটি ডোজ নেবার পরেও মানুষের শরীরে করোনা ভাইরাসের সাথে লড়াই করার প্রতিশোধক ( এন্টিবডি ) তৈরী হয়নি। ফলে সেখানে যারা চীনের ভ্যাকসিনের দুটি ডোজ লাগিয়েছিল তাদের তৃতীয় ডোজ লাগাবার কাজ চলছে।
এবার চীন তার ভ্যাকসিনের এই দুর্বলতা রোধ করতে করোনা ভাইরাসের তৃতীয় ডোজ নিয়ে এসেছে। নিজের দুর্বলতা ঢাকতে এই ডোজকে চীন ইমিউনিটি বুস্টারের নাম দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো সারা বিশ্বের সব ভ্যাকসিন দুই ডোজেই মানুষের শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে দিচ্ছে ফলে চীনের ভ্যাকসিনের এই ইমিউনিটি বুস্টার ডোজের দরকার কেনো পড়লো।
আরো পড়ুন :- চিন্তায় বিশেষজ্ঞরা , দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে !
এর আগেও তুর্কি চীনের থেকে ১৫ কোটি ভ্যাকসিন নিয়ে নিজের দেশের ৮০ শতাংশের বেশি মানুষকে লাগিয়ে দিয়েছিলো। তার পরে ও সেখানকার মানুষ করোনার দ্বিতীয় ঢেউ এর শিকার হয়। যেখানে তুর্কিতে প্রথম ঢেউতে একদিনে সবচেয়ে বেশি ৩০ হাজার মানুষ করোনাতে আক্রান্ত হয়েছিলেন। সেখানে দেশের ৮০ শতাংশের বেশি মানুষ চীনের ভ্যাকসিন নেবার পরেও দ্বিতীয় ঢেউতে একদিনে সবচেয়ে বেশি ৬১ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন।
তুর্কির ৮ কোটি জনসংখ্যার দেশে ৮০ শতাংশের বেশি মানুষ ভ্যাকসিন নেবার পরেও সেখানে লক ডাউন ঘোষণা করতে হয়। এমনকি পরে তুর্কি প্রশাসন রাশিয়া , ব্রিটেন ও আমেরিকার কাছে ভ্যাকসিন চেয়েছে। যাতে তাদের নাগরিকদের আবার এই সকল দেশের ভ্যাকসিন দেওয়া যায়। রাশিয়া ইতি মধ্যেই তুর্কিকে জানিয়েছে যে তারা জুনের শেষের দিক থেকে তুর্কিকে ভ্যাকসিন দেওয়া শুরু করবে।
আরো পড়ুন :- আমাদের চোখ রাঙালে গুড়িয়ে দেব ! মুসলিম বিশ্বকে হুশিয়ারি ইসরায়েলের
UAE ও তুর্কি ছাড়া ও সৌদি আরব চীনের ভ্যাকসিন ব্যাবহারে অস্বীকার করেছে। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন ( WHO ) চীনের ভ্যাকসিনকে ৭৯ শতাংশ কার্যকরী বলেছে। সেখানে বিশ্বের বাকি ভ্যাকসিন গুলি ৮৫ থেকে ৯৫ শতাংশ কার্যকরী। এছাড়া চীনের ভ্যাকসিন কতটা কার্যকরী তার প্রমান পাওয়া যায় যে WHO ছাড়া বিশ্বের অন্য কোনো বড় দেশ চীনের এই ভ্যাকসিনের মান্যতা দেয়নি।
তাই চীনের এই ভ্যাকসিন আরবের কিছু ইসলামিক দেশে ও আফ্রিকার গরিব দেশ গুলির কাছে বিক্রি করছে চীন। এছাড়া বিশ্বের কিছু ছোট ছোট অনুন্নত দেশে চীন তার টিকা বিক্রি করার চেষ্টা করছে। চীন তার টিকা প্রতিবেশী দেশ বাংলাদেশের কাছে ও বিক্রি করার চেষ্টা করছে। সেই মর্মে চীন বাংলাদেশকে ফ্রীতে ৫ লাখ ভ্যাকসিনের ডোজ দিয়েছে।
আরো পড়ুন :- সাবধান এই পদ্ধতিতে আপনার Whatsapp হ্যাক করতে পারে হ্যাকাররা ! জানালো কলকাতা পুলিশ
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাথ না দিয়ে প্যালেস্টাইনের সাথ দেবার পিছনের কারণ কি ? জানুন