Bangla News Dunia, অমিত রায় :- দেশের মধ্যে করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে। আর এই সময় ভারতের সাহায্যের জন্য বিশ্বের বিভিন্ন ছোট বড় দেশ এগিয়ে এসেছে। বিশ্বের প্রায় ৪০ টির বেশি দেশ এখন পর্যন্ত ভারতকে সাহায্য করেছে।
এমন অবস্থায় ভারতের মিত্র দেশ ইসরায়েল পিছিয়ে থাকবে কেন। আমরা আপনাদের কালকেই খবর দিয়েছিলাম যে ইসরায়েল ভারতকে সাহায্য পাঠাতে চলেছে। এবার সেই সাহায্য ভারতে চলেও এসেছে এবং ভারতের হাতে সেই সাহায্য তুলে দিয়েছে ইসরায়েল সরকার। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে প্রায় ৭ দিন ধরে লাগাতার আকাশ পথে ভারতকে সাহায্য পাঠাবে ইসরায়েল।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে
তারা তাদের দেশের বিভিন্ন সংস্থা ও গ্রূপ থেকে সাহায্য জোগাড় করে ভারতকে পাঠাচ্ছে। যাতে করে ভারতের সাধারণ মানুষের জীবন বাঁচানো যায়। এছাড়া ফ্রান্স থেকে আশা অক্সিজেন প্লান্ট কাজ করতে শুরু করে দিয়েছে। যা প্রতি ঘন্টায় ৬০ হাজার লিটার অক্সিজেন উৎপাদন করছে।
The first batch of 🇮🇱 aid to India has just arrived. Our diplomats on the ground @IsraelinIndia will deliver it to our Indian friends, oxygen and supplies to combat coronavirus and save lives. #IsraelStandsWithIndia pic.twitter.com/KkkLo5f4qu
— Alon Ushpiz (@AlonUshpiz) May 5, 2021
আরো পড়ুন :- ভারতের জ্বলন্ত চিতার সাথে তুলনা করেই কি ধ্বংস হলো চীনা রকেট ?
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :– ভারত সরকার চীনকে দিলো ৪৪০ ভোল্টের ঝটকা !