Bangla News Dunia , অজয় দাস :- ইউরোপ ও আমেরিকা কোমড় বেঁধে নেমেছে চীনকে আর্থিক দিক থেকে দুর্বল করার জন্য। তার ফল স্বরূপ ইউরোপিয়ান ইউনিয়ন আগেই চীনের বদলে ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। এমনকি চীনকে ইউরোপে ব্যান করেছে তারা। এবার ইউরোপের ছোট দেশ লিথুয়ানিয়া ( lithuania ) চীনের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এই দেশের জনসংখ্যা মাত্র ২৭.৯ লাখ। এতো ছোট দেশও চীনকে ধাক্কা দিচ্ছে। এর আগে অস্ট্রেলিয়ান দ্বীপরাষ্ট্র সামোয়া (samoa ) চীনকে ধাক্কা দিয়ে তাদের দেশ থেকে বের করে দিয়েছে।
আরো পড়ুন :- সীমান্তে চীনের দাদাগিরি বন্ধ করতে বিরাট পদক্ষেপ ভারতের !
লিথুয়ানিয়া চীনের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করার কারণ হলো ইউরোপের বড় বড় দেশ ও আমেরিকা। মূলত চীন তার বেল্ড ও রোড যোজনার মাধ্যমে চীনের তৈরী পণ্য বিশ্বের কাছে পৌঁছে দিতে চেয়েছিলো। কিন্তু ইউরোপের শক্তিধক দেশ ফ্রান্স , জার্মানি , স্পেন , পর্তুগাল , ব্রিটেন এই যোজনায় অংশ গ্রহণ করেনি।
কিন্তু অপর দিকে ইউরোপের ছোট দেশ গুলি চীনের সাথে হাত মিলিয়ে এই যোজনার অংশ হয়। এই বেল্ড এন্ড রোড যোজনায় চীন ও ইউরোপের ১৭ দেশ অংশ নেওয়ায় চীন ইউরোপ ১৭ + ১ নামের গ্রূপ তৈরী করে। কিন্তু এবার লিথুয়ানিয়া চীনের সাথে সম্পর্ক ছিন্ন করে এই গ্রূপ থেকে বেরিয়ে গেলো।
বিশেষজ্ঞদের মত ইউরোপের শক্তিধর দেশ ও আমেরিকার সাপোর্ট এর ফলেই এই ক্ষুদ্র দেশ চীনকে ধাক্কা দিতে সাহস করেছে। এতে চীনের ক্ষতি হলেও ভারতের লাভ হবে। কারণ এই দেশ তাদের চাহিদা মেটাবার জন্য এখন ভারতের দিকে ঝুঁকবে। ফলে ভারতের সাথে এই দেশের ব্যাবসায়িক ও পারম্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- আমাদের চোখ রাঙালে গুড়িয়ে দেব ! মুসলিম বিশ্বকে হুশিয়ারি ইসরায়েলের