Bangla News Dunia, Pallab : প্রতি বছরই শীতের মরশুমে তুষার ঝড়ের সাক্ষী থাকে আমেরিকা। তবে এ বার দশকের ভয়ঙ্করতম তুষার ঝড় আছড়ে পড়ল মার্কিন মুলুকে। আমেরিকার একটি বিশাল অঞ্চল আইস জ়োন বা ব্লিজ়ার্ড জ়োন নামে পরিচিত। এই এলাকাই তুষার ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকা রয়েছে আমেরিকার উচ্চ মধ্য-পশ্চিম এবং গ্রেট সমভূমি।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
এ বার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আছড়ে পড়া তুষার ঝড় ভয়াবহ রূপ ধারণ করেছে। পূর্বাঞ্চলের বহু প্রদেশেও এর প্রভাব মারাত্মক। তাপমাত্রা কমেছে হিমাঙ্কের নীচে। বরফে ঢাকা পড়েছে রাস্তা-ঘাট। ঘরবন্দি হয়ে পড়েছেন ৬ কোটিরও বেশি মানুষ।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আমেরিকার মিশিগান, মিসৌরি, ভার্জিনিয়া-সহ বেশ কিছু রাজ্যে ঝড় আছড়ে পড়েছে। রাস্তায় পুরু বরফ জমে থাকায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। যান চলাচাল ব্যাহত হয়েছে।
ক্যানসাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত রাস্তায় পুরু বরফের আস্তরণ তৈরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। সাতটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ স্কুল-কলেজ।
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025