Bangla News Dunia , পল্লব : দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান! জ্বালানি সংকট আগেই দেখা দিয়েছিল। এবার খাদ্য সংকট শুরু হল! অন্যতম প্রধান খাদ্য হল রুটি বা চাপাটি, যা ময়দা দিয়ে হয়। ১৫ কেজি ময়দার প্যাকেট বিকোচ্ছে ২ হাজারেরও বেশি দামে। অবিশ্বাস্য লাগলেও এমনই পরিস্থিতি পাকিস্তানের অন্যতম শহর, লাহোরের। ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে লাহোরের বাজারে ময়দার দাম ঊর্ধ্বমুখী। সাম্প্রতিককালে লাহোরের খোলা বাজারে ১৫ কেজি ময়দার প্যাকেটের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১৫০ টাকা। দু-সপ্তাহের মধ্যেই সেই দাম বেড়ে দাঁড়ায় ৩০০ টাকা। আর বর্তমানে লাহোর শহরে খোলা বাজারে ১৫ কেজি ময়দার প্যাকেট বিক্রি হচ্ছে ২,০৫০ টাকায়।
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
দেশের রাজধানী ইসলামাবাদ এবং আরেক বড় শহর রাওয়ালপিণ্ডিতেও একই অবস্থা। এই দুই শহরে গত দু-দিনে তিনবার ময়দার দাম বেড়েছে। চাহিদার তুলনায় ময়দার জোগান কমে যাওয়ার ফলেই দাম বৃদ্ধি পাচ্ছে বলে ব্যবসায়ী থেকে অর্থনীতিবিদদের দাবি।
যদিও সমগ্র লাহোর শহরজুড়ে ময়দার হাহাকার এবং ক্রমাগত দাম বৃদ্ধির জন্য খাদ্য দফতর এবং ময়দা মিলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। খাদ্য দফতর এবং ময়দা মিলের অনিয়মের ফলেই দাম বাড়ছে বলে অভিযোগ। কিন্তু, অনিয়মের জন্য এতটা দাম কী ভাবে বাড়তে পারে, সরকার কী করছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !