ভারতই পারে চীনকে আটকাতে দাবি আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক RAND এর

By Bangla news dunia Desk

Published on:

Bnagla News Dunia , অজয় দাস :- ২০১৯ এ যখন ভারতের সৈনিকদের সাথে চীনের সৈনিকের মারপিঠ হয় ও ওই মারপিঠে ভারতের  ২০ র বেশি সেনা মারা যায় তার পরেই ভারতীয় সেনা চীনের উপর চাপ সৃষ্টি করে , এমনকি যেই এলাকায় ভারত কোনো দিন ও যায়নি সেই এলাকায় কবজা করে ভারতীয় সেনা। তারই সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় ভারতীয় সেনা।

এই সময় ভারতীয় সেনার পাশাপাশি ভারতের সরকার ও চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ও চীনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এপ্প বন্ধ করে দেয় যাতে করে চীনের প্রচুর আর্থিক ক্ষতির সমুখীন হতে হয়েছে। এরই সাথে এই প্রথম ভারতীয় সেনা ও সরকার চীনের প্রতি আক্রমণাত্মক নীতি অবলম্বন করে।

china

আর চীনের প্রতি ভারতের এই আক্রমণাত্মক নীতি সারা বিশ্বের বাহবা অর্জন করে। আগে থেকেই দুনিয়ার বড় বড় দেশ জানতো চীনকে আটকাতে চাইলে ভারতের সাহায্য নিতেই হবে। কিন্তু ২০১৯ সালে ভারত প্রমান করে দেয় যে চীনকে আটকানোর জন্য ভারত একাই যথেষ্ট।

আরো পড়ুন :- এই প্রথম নিজেকে সুপার পাওয়ার বলে আমেরিকাকে যুদ্ধের হুমকি দিলো চীন

এবার আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক RAND কর্পোরেশন তাদের এক রিপোর্টে জানায় যে চীনকে আটকাতে ভারতের বড় ভূমিকা রয়েছে। কারণ চীনকে আটকাতে ভারতই পারে। চীন নিজের প্রতিরক্ষা শক্তি দিনকে দিন বৃদ্ধি করছে। কিন্তু ভারত পারমপারিক  হাতিয়ারের থেকে সরে গিয়ে নতুন টেকনোলজিতে আপগ্রেডে করতে শুরু করেছে ভারতীয় সেনাকে। যাতে করে খুবই সহজে চীনকে যুদ্ধে পরাস্ত করতে পারবে ভারত।

property banner

কিন্তু ভারত নতুন কোন টেকনোলজির উপর কাজ করছে তার কথা RAND কর্পোরেশন জানায় নি। এমনকি ভারত সরকার ও সেনার তরফ থেকে নতুন কোনো টেকনোলজির কথা ঘোষণা করা হয়নি। তবে বর্তমানে DRDO – বিজ্ঞানীদের পরাক্রম দেখে মনে হচ্ছে তারা ভারতের জন্য নতুন কোনো হাতিয়ার তৈরী করছে , যাতে করে বিশ্বের যে কোনো দেশকে খুবই সহজে পরাস্ত করা যায়।

RAND কর্পোরেশন কি , আর তারা ভারতে গুপ্ত কাজ কর্মের ব্যাপারে কি ভাবেই বা জানতে পারে ?এটাই প্রশ্ন।  এই RAND কর্পোরেশন হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই সংস্থা সারা বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রিসার্চ করে থাকে। এটি একটি আমেরিকান সংস্থা। এই কারণেই হয়তো ভারতের গুপ্ত কাজ কর্মের উপর কিছুটা জানে।

আরো পড়ুন:- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এক ডোজেই কাবু করোনা ! ভারতে তৈরি হবে ৮৫ কোটি ভ্যাকসিন , বিরাট ঘোষণা রাশিয়ার

Bangla news dunia Desk

মন্তব্য করুন