Bangla News Dunia, দীনেশ দেব :- আমেরিকার ( গুপ্তচর বাহিনী ) ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির জেনারেল ডিরেক্টর ‘ স্কট বেরিয়ার ‘ আমেরিকার সিনেটের সশস্ত্র সেবা সমিতির সদস্যদের সারা দুনিয়ার বিভিন্ন ব্যাপারে বলতে গিয়ে ভারতের ব্যাপারে বলেন যে ২০২০ সালে ভারত নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি শক্ত বিদেশ নীতি চালু করে। যার প্রধান উদেশ্যে ছিল যে ভারতের রণনৈতিক ভাবে তাৎপর্য পূর্ণ বঙ্গোপসাগরে ভারতের শক্তি প্রদর্শন করা ও প্রতিবেশী চীন ও পাকিস্তানকে ভারতের শক্তি বুঝিয়ে দেওয়া।
এছাড়াও আমেরিকার তরফ থেকে ‘ স্কট বেরিয়ার ‘ আরো বলেন যে , ভারত আক্রামত্মক চীনের সামনে নিজের শক্ত রূপ দেখিয়েছে। চীনের সামনে ভারত ৪০ হাজারের বেশি সেনা , ট্যাঙ্ক ও যুদ্ধ জাহাজ দাঁড় করিয়ে দেয়। এর আগে কখনো তা দেখা যায়নি। অথাৎ আমেরিকার এজেন্সির দাবি যে চীন যেই ভাবে ব্যবহার করছিলো ভারতের সাথে , ভারত ও চীনের সাথে তেমনই ব্যবহার করছিলো।
আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার
এছাড়া ও ‘ স্কট বেরিয়ার ‘ আমেরিকার সিনেটের সদস্যদের জানান যে মহাকাশে ভারত প্রচুর পরিমানে সেটেলাইট স্থাপন করছে যাতে করে ভারতীয় সৈনিকদের আরো অ্যাডভান্স বানানো যায়। এছাড়া ২০১৯ সালে ভারত মহাকাশে নিজের শক্তি বাড়াতে আন্টি সেটেলাইট মিসাইল পরীক্ষা করে ও তাতে সফল ও হয়।
এছাড়া ভারত নিজের মিত্র দেশের সাথে সম্পর্ক ভালো করে চলছে যাতে করে আন্তর্জাতিক স্তরে ভারতকে কোনো বাধার সমুখীন না হতে হয় ও সকল কাজ ভালো ভাবে হয়ে যায়। ভারতের মিত্র দেশের সংখ্যা বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি। তার কারণ ২০২০ সালে যখন করোনা মহামারী আসে তখন ভারত দুনিয়ার ১৫০ র বেশি দেশে জরুরি মেডিকেল উপকরণ সাপ্লাই করে। আর ২০২১ এ যখন করোনার টিকা আবিষ্কার হয় তখন ভারত দুনিয়ার ৮০ টির মতো দেশে টিকা সাপ্লাই করে। এর মধ্যে অনেক দেশে ভারত ফ্রীতে টিকা দিয়েছে।
আরো পড়ুন :- কেন চীনের পণ্য কেনায় নিজের এক অধিকারীকে মৃত্যুদণ্ড দিলেন কিম !
এছাড়া ‘ স্কট বেরিয়ার ‘ বলেন , বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী দেশ ভারতের মিত্র দেশে পরিণত হয়েছে। যেমন – রাশিয়া , জার্মানি , ফ্রান্স , স্পেন , ব্রিটেন , কানাডা , ব্রাজিল , সৌদি , দক্ষিণ আফ্রিকা , ইউনাইটেড আরব এমিরেটস , ইরান , জাপান , দক্ষিণ কোরিয়া , অস্ট্রেলিয়া এমনকি আমেরিকা ও ভারতের মিত্র দেশে পরিণত হয়েছে। শক্তিশালী দেশের মধ্যে চীন ভারতের শত্রু দেশ , তবে চীন ও ভারতের উপর হামলা করবে বলে মনে হয় না।
এছাড়া তিনি আরো বলেন , ভারত সামরিক অস্ত্রসস্ত্রে আত্মনির্ভর হচ্ছে। ফলে সেখানে ৫.৫ জেনারেশনের অ্যাডভান্স ফাইটার জেট তৈরির কাজ চলছে। যা আমেরিকার কাছে এখন পর্যন্ত নেই। এছাড়া ভারতের মিসাইল টেকনোলজি খুবই অ্যাডভান্স , প্রায় দিনই ভারত কোনো না কোনো মিসাইল পরীক্ষা করে থাকে। ভারত নিজের তৈরী অস্ত্র বিদেশের কাছে বেচতে চলেছে। এছাড়া ভারতের ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা সারা বিশ্বের কাছে ভারতের ছবিকে আরো মজবুত করেছে।
মূলত এই বৈঠক আমেরিকায় প্রতি বছরই আয়োজন করা হয়। এই বৈঠকের মূল উদেশ্যে হলো সারা বিশ্বের বর্তমান অবস্থা জেনে সেই ভাবে আমেরিকার বিদেশ নীতি তৈরী করা। আমেরিকার নতুন রাষ্ট্রপতি আশায় আমেরিকার বিদেশনীতি কি হতে পারে তারই জন্য এই বৈঠক।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে কি করা উচিত জানালো WHO
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বেশির ভাগ ছেলেরা একা থাকতে চায় ! কিন্তু কেন ?