Bangla News Dunia, সারদা দে :- ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিন ক্লোরোকুইন নিয়ে ভারতকে পাল্টা চাপ দিলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত আমেরিকাকে এই ওষুধ সরবরাহ না করলে তার ফল ভারতকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিলো মার্কিন প্রেসিডেন্ট। যদিও দিল্লির তরফ থেকে এখনো এই ব্যাপারে কিছু জানানো হয়নি। করোনা নিধনের ক্ষেত্রে এই ওষুধটি কতটা কাজে আসবে সে নিয়ে বিজ্ঞানীরা কোনো মতামত না দিলেও ট্রাম্পের বিশ্বাস এই ওষুধেই জব্দ হবে করোনা।
[ আরো পড়ুন : লক ডাউনে গুলি করে খুন ]
গত কয়েকদিনেই করোনার অন্যতম হটস্পট হয়ে উঠেছে আমেরিকা। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ এবং মৃতের সংখ্যা ১০ হাজার । তাই করোনা ঠেকাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট এর আগে ভারতের কাছে এই ওষুধ চেয়ে পাঠিয়েছিল। ট্রাম্প দাবি করেছেন করোনা মোকাবিলায় এই ওষুধটি ভারতে দারুন কাজে এসেছিলো। ভবিষ্যতের ‘game changer’ হয়ে উঠতে পারে এটি। করোনা আক্রান্তদের চিকিৎসায় নিযুক্ত নার্স ,ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের এই ওষুধটি ব্যবহারের পরামর্শ দিয়েছিলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ।
প্রসঙ্গত ভারত হাইড্রোক্সিনক্লোরোকুইন রপ্তানিতে অনেকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলো। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে করোনা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলার সময় অনুরোধ জানিয়েছিলেন যাতে ভারত এই নিষেধাজ্ঞা তুলে নেয়। সোমবার হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান যে আমেরিকাও রপ্তানি দ্রব্যের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তিনি ভারতের কাছ থেকেও সাহায্য প্রাথনা করেছেন। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন না হলে ফল ভারতকে ভুগতে হবে বলে ওই বৈঠকে তিনি জানান।
[ আরো পড়ুন : ধাপে ধাপে উঠবে লক ডাউন ]
বাণিজ্যিকভাবে ভারত অনেকবার আমেরিকার সুবিধা নিয়ে এসেছে। তাই আমেরিকার এই কঠিন পরিস্থিতিতে ভারতের উচিত এগিয়ে এসে আমেরিকাকে সাহায্য করার। তবে নমো প্রেসিডেন্ট ট্রাম্পকে আশ্বস্ত করেছে যে তারা এই ব্যাপারে আমেরিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। জানা গেছে যে মার্চ মাসে আমেরিকা এই হাইড্রোক্সিনক্লোরোকুইনের অর্ডার দিয়েছিলো। তবে সরকারি কিংবা বেসরকারিভাবে তার পরিমান কতটা তা জানা যায়নি।