ভারতকে বিপুল আর্থিক সাহায্য ইউরোপিয়ান ইউনিয়নের

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- ভারতের এই করোনা সংকটে ভারতের পাশে দাঁড়াবার কথা বললো ইউরোপিয়ান ইউনিয়ন। আগেই ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে যে তারা ভারতকে তাদের সবচেয়ে বড় পার্টনার হিসাবে মনে করে। এমনকি সেই উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ ও ইতি মধ্যেই নিতে দেখা গেছে ইউরোপিয়ান ইউনিয়নকে। এবার ভারতের এই সংকট কালে ভারতের পাশে দাঁড়ালো ইউরোপিয়ান ইউনিয়ন।

ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ভারতের করোনা মোকাবিলায় ২ লাখ ৫০ হাজার ইউরোর আর্থিক সাহায্য দিতে চলেছে। এই সাহায্য সরাসরি সরকারের হাতে তুলে না দিয়ে তারা ভারতে কর্মরত বিভিন্ন স্বেচ্ছা সেবি সংস্থার মাধ্যমে এই অর্থ ভারতের মানুষের মঙ্গলের জন্য কাজে লাগাবেন।

 আরো পড়ুন :- দুনিয়াকে করোনা দেওয়া চীনের উপর আঘাত হানতে শুরু করলো আমেরিকা

ইতি মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ‘উরসুলা ভন ডের লিয়েন’ এর কথা হয়েছে। দুজনের মধ্যে করোনা মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ভারত ও ইউরোপের দেশ গুলিতে করোনা মোকাবিলা করতে কি কি পদক্ষেপ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

property banner

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তা জাহির করেছে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ ভারতকে বিভিন্ন সাহায্য ইতি মধ্যেই পাঠিয়ে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আমেরিকার তরফ থেকে সেখানকার উপরাষ্ট্রপতি ভারতীয় বংশোভূত কমলা হ্যারিস বলেছেন যে , যখন আমেরিকা চরম অতিমারীর মধ্যে ছিল তখন ভারত আমেরিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের মিত্র দেশ ভারত চরম অতিমারীর মধ্যে দিয়ে যাচ্ছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ভারতের সাহায্য করবো।

আরো পড়ুন :- ইসরায়েলি হামলায় ভস্মীভূত প্যালেস্টাইনের বিরাট বিল্ডিং !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এবার পাকিস্তানকে অস্বীকার করলো চীন !

Bangla news dunia Desk

মন্তব্য করুন