Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতকে বিশ্ব গুরু আখ্যা দিয়ে প্রশংসা রাষ্ট্রপুঞ্জের। সংযুক্ত রাষ্ট্রসংঘের পরিচালন ব্যবস্থায় ভূয়সী প্রশংসিত হল ভারত । রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টেনিও গুটেরোস দক্ষ পরিচলন রাষ্ট্র ব্যাবস্থা এবং জলবায়ুর পরিবর্তন বিষয়ে ভারত সবথেকে বড় পথ দেখিয়েছে বিশ্বকে এই বলে প্রশংসা করেছেন।
প্রসঙ্গত প্রাকৃতিক সম্পদের পরিচ্ছন্নতা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ভারত বিশ্বের মহাশক্তি হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান দিনে করোনা মহামারি আবহে এবং জলবায়ু সমগ্র বিশ্বের উপর সংকট এনেছে। ভারত সঠিক পদ্ধতিতে এগিয়ে চললে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সবদিক থেকে বিশ্ব গুরু হিসাবে দৃষ্টান্ত রাখতে পারে। ভারতের লক্ষমাত্রা হলো বিশ্ব উস্নায়ন এবং পরিবেশ দূষণ কমানোর সাথে অর্থনৈতিক দিক থেকেও লাভবান হওয়া। আধুনিক পদ্ধতির ব্যবহার করে ভারতের উদ্দ্যেশ্য ২০৩০ সালে ব্যবসার কেন্দ্রবিন্দু হিসাবে বিশ্বের সামনে আত্ম প্রকাশ করা।
অ্যান্টনিও গেটেরেস আরও বলেছেন , বর্তমানে সারা বিশ্ব সমস্ত রকম বাঁধা বিপত্তিকে এড়িয়ে সাহসী পদক্ষেপ গ্রহণে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষ পরিচলন শক্তি এবং পথপ্রদর্শক হিসাবে এক যোগ্য নেতৃত্বের প্রয়োজন। এই কাজে আমি ভারতে সকলের নেতৃত্ব দেবার জন্য আহ্বান করছি। UN স্থাপনের ৭৫ বছর প্রতিষ্ঠা দিবসে ভারতের কাছে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালনের সুযোগ এসেছে। আতঙ্কবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, আতঙ্কবাদ গোটা বিশ্বর কাছে ক্যান্সারের মত।
তারসাথে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন , পাকিস্তান এমন একটি দেশ যারা ব্যবসার জন্য আতঙ্কবাদের জন্ম দিয়েছে।
Highlights
1. ভারতকে বিশ্ব গুরু আখ্যা দিয়ে প্রশংসা রাষ্ট্রপুঞ্জের
2. তারসাথে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন
#UN #INDIA #NATION #WORLD