Bangla News Dunia, অজয় দাস :- পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সারা বিশ্বে প্রচার করার চেষ্টা করছেন যে পাকিস্তান সরকার ভারতের এই করোনা পরিস্থিতির সাথে লড়াইয়ের জন্য ভারতের সাহায্য করতে চায় কিন্তু ভারত পাকিস্তানের সাহায্য নিতে ইচ্ছুক নয়। মূলত যেই দেশের নিজের অবস্থা ঠিক নেই সেই দেশ ভারতের সাহায্য কি ভাবে করতে পারে। বর্তমানে পাকিস্তানের আর্থিক অবস্থা ভালো নেই। আর তারই মধ্যে পাকিস্তান ভারতের সাহায্য করার কথা বলছে।
মূলত পাকিস্তানে এক সপ্তার জন্য সম্পূর্ণ লক ডাউন দেওয়া হয়েছে। সেখানে মানুষ ভারতের মতোই করোনাতে আক্রান্ত হচ্ছে। কিন্তু পাকিস্তান সরকার নিজের দেশের নাগরিকদের ভালো স্বাস্থ্যে সুবিধা না দিয়ে , ভারতকে মিথ্যে সাহায্যের কথা বলছে। যাতে করে আন্তর্জাতিক স্তরে নিজের ছবি চমকানো যায়।
আরো পড়ুন :- ভারতের কাছে 5G টেকনোলজিতে ঝটকা খাবার পরে প্রথম প্রতিক্রিয়া দিলো চীন !
মূলত পাকিস্তান ফ্রীতে ভারতের সাহায্য করার দেশ নয় , পাকিস্তান যদি ভারতকে ১০ টাকার সাহায্য করে তবে ভারতের থেকে ৫০ টাকা নেবার চেষ্টা করবে। ভারতকে সাহায্য করার পিছনে পাকিস্তানের অনেক গুলি কারণ লুকানো থাকতে পারে। যেমন – ১. ভারত পাকিস্তানকে যেই ৪ কোটি টিকা দেবার কথা বলেছিলো তা যাতে তারা পায় । ২. FATF এর কালো তালিকা ভুক্ত হবার থেকে বাঁচার থেকে এমনটা করার চেষ্টা করতে পারে পাকিস্তান। এছাড়া আরো বিভিন্ন ছোট ও বড় কারণ থাকতে পারে পাকিস্তানের।
এছাড়া পাকিস্তান এতো টাই নিলজ্জ দেশ যে সেখানে প্রচার করা হয়েছে যে পাকিস্তান থেকে এক বড় প্লেন করে বিভিন্ন মেডিকেল সামগ্রী ভারতের সাহায্যের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের ৫০ টি অ্যাম্বুলেন্স ভারতে কাজ করছে। এমনটা জানা গেছে সেখানকার বিভিন্ন লোকাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
আপনাদের বলে রাখি ভারত এখন পর্যন্ত পাকিস্তান থেকে কোনো প্রকার সাহায্য গ্রহণ করেনি ভারত । পাকিস্তান সরকার নিজের দেশে নিজের ছবি চমকানোর জন্য এমনটা করছে।
আরো পড়ুন :- অবশেষে ভারতের কথা মানতে বাধ্য হলো আমেরিকা ! সারা বিশ্বে তৈরি হতে পারে ভ্যাকসিন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে