ভারতের একাধিক এলাকা যা নেপালের দেখছিলো সেই সংশোধিত ম্যাপ পাশ নেপালের পার্লামেন্টে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- নেপাল যে বেশ কিছু জায়গাকে নিজেদের বলে দাবি করেছে ও তার একটা সংশোধিত ম্যাপ পর্যন্ত্য প্রকাশ করেছে তা আমরা আর আগে দেখেছি ।

কিন্তু এবারে ভারতের একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়ে গেল নেপালের পার্লামেন্টে ৷ কোনও রকম বিরোধিতা ছাড়াই সর্বসম্মত ভাবে ওই সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে নেপালের পার্লামেন্টে৷ নেপালের সংশোধিত রাজনৈতিক ও প্রশাসনিক ম্যাপে ভারতের একাধিক এলাকাকে নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নেপাল ৷

নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষে ৫৭ জন সদস্যই নয়া বিলের পক্ষে ভোট দিয়েছেন৷ ভারত-নেপালের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয় গত ৮মে৷ ওই দিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডে ৮০ কিলোমিটার দীর্ঘ তাওয়াঘাট-লিপুলেখ সড়কের উদ্বোধন করেছিলেন। নেপাল দাবি করে, ওই রাস্তা তাদের ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে৷ এর পরেই নেপালের তরফে তৎপরতা শুরু হয়। দেশের নতুন ম্যাপ তৈরি করে ফেলে নেপাল৷ তাতে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দেয়৷ এই তিন এলাকাই উত্তরাখণ্ডে পড়ে৷

যদিও নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি এর আগে সংবাদমাধ্যমে বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে গত ২ নভেম্বর নিজেদের মানচিত্র বদল ঘটায় ভারত। তারপরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিই। এটা স্থায়ী সিদ্ধান্ত কারণ ওই এলাকাগুলো নেপালের মধ্যেই পড়ে। এ নিয়ে কোনও অনিশ্চয়তা নেই ।

Highlights

১. নেপাল যে বেশ কিছু জায়গাকে নিজেদের বলে দাবি করেছে ও তার একটা সংশোধিত ম্যাপ পর্যন্ত্য প্রকাশ করেছে তা আমরা আর আগে দেখেছি

২. কিন্তু এবারে ভারতের একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়ে গেল নেপালের পার্লামেন্টে

৩. যদিও নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি এর আগে সংবাদমাধ্যমে বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে গত ২ নভেম্বর নিজেদের মানচিত্র বদল ঘটায় ভারত

#Nepal   #New map of Nepal  #Parliament

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন