Bangla News Dunia, অজয় দাস :- আগেই আমেরিকার তরফ থেকে ও চীনের এক ভাইরোলজিস্ট জানিয়েছেন যে চীন জৈব হাতিয়ার হিসাবে করোনা ভাইরাসকে সারা বিশ্বে ছড়িয়েছে। এবার ভারতের এক অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত দেব জানালেন যে চীন জৈব অস্ত্র হিসাবে এই করোনা ভাইরাস ব্যবহার করছে।
তিনি বলেন যে ভারতের দ্বিতীয় ঢেউ হঠাৎ আসে। আর এই ঢেউতে সবচেয়ে বেশি ক্ষতি হয় দিল্লি ও মুম্বাইতে। আর দ্বিতীয় ঢেউ এ করোনা ভাইরাস হাওয়াতে ছড়াচ্ছে। তিনি মনে করেন যে চীনের থেকে এই ভাইরাস ভারতে ছড়ানো হয়েছে। বর্তমানে চীনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলো আমেরিকা ও ভারত। আমেরিকা আগেই এই ভাইরাসের শিকার হয়েছে। সেখানে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন :- মাত্র কয়েক বছরে চীনের সিনজিয়াং প্রদেশে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস করেছে চীন
আমারিকার অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। এবার ভারতের অর্থনীতি নষ্ট করতে এই ভাইরাস চীন ভারতে ছড়িয়েছে। তিনি বলেন চীনের থেকে যেই উড়োজাহাজ ভারতে আসে তা দিল্লি ও মুম্বাইতেই আসে। তিনি বলেন এমনটা হতে পারে যে চীন তাদের উড়োজাহাজের মাধ্যমে ভারতের এই দুই শহরে এই ভাইরাস হাওয়ায় ছড়িয়ে দিয়েছে। এর পরেই আসতে আসতে এই ভাইরাস দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন , চীন সরকার কোনো দিনই কোনো দেশের সাথে যুদ্ধ লড়তে চাইবে না। কারণ চীনের কমিউনিস্ট সরকার জানে যে চিনে রাজত্ব করতে গেলে আর্থিক দিক থেকে চীনকে শক্তিশালী বানাতে হবে নয়তো সেখানকার জনসাধারণ এই সরকারের উপর হামলা শুরু করবে। তাই চীন এই জৈব হাতিয়ার ব্যবহার করেছে। যাতে করে বিশ্বের অর্থনীতির ভরাডুবির সুযোগ নিতে পারে চীন।
তিনি বলেন , এখন চীনের কাছে এর এন্টিডোট ও রয়েছে। নয়তো কি ভাবে যেখান থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়লো সেখানে এখন করোনা ভাইরাসের কোনো প্রভাব নেই। এইদিকে সারা বিশ্ব এই ভাইরাসের জেরে স্তব্দ হয়ে রয়েছে।
আরো পড়ুন :- দুনিয়াকে করোনা দেওয়া চীনের উপর আঘাত হানতে শুরু করলো আমেরিকা
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনার টিকা না পাওয়া পর্যন্ত শিশুদের কি ভাবে রক্ষা করবেন ? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন