Bangla News Dunia, সঙ্গীতা দত্ত রায় :- এবার নয়াদিল্লির দ্বারস্থ হল ইসলামাবাদ । করোনা প্রকোপে বিধস্ত দেশ ,এই অবস্থায় ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন চাইলো পাকিস্থান। যদিও ভারত পাকিস্থানকে সাহায্য করবে কিনা এ ব্যাপারে সরকারিভাবে কোনো কিছু জানা যায়নি। আমেরিকার বিশেষজ্ঞরাই প্রথম বলেন যে করোনার মোকাবিলায় ম্যালেরিয়ার এই ওষুধের গুরুত্ব অনেক।আর ঘটনাচক্রে এটি ভারতে প্রচুর পরিমানে তৈরী হয়। কেন্দ্রীয় সরকার মার্চ মাসে এই ওষুধের রপ্তানি বন্ধ করে।
[ আরো পড়ুন :- Zoom app নিরাপদ নয় জানালো সরকার , ব্যবহার করতে মানা ]
কিন্তু তারপরেই হাইড্রোক্সিক্লোরোকুইন প্রথম চায় ট্রাম্পের দেশ। না পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। সেই শুরু হয় ,তারপর বহু দেশ ভারতের কাছে এই ওষুধ চেয়ে দরবার করে। মিডিয়ার একাংশের দাবি এই ওষুধ পাকিস্তানেও তৈরী হয়। করোনা ঠেকাতে এই ওষুধের ব্যবহারের কথা জানার পর পাক সরকারও রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু পাকিস্থানে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রচুর হওয়ায় পরিস্থিতি সামাল দিতে না পেরে ভারতের দ্বারস্থ হয়।
বর্তমানে পাকিস্থানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি চলছে ,বিশেষ করে উড়ি ও পাঠানকোটে গোলমালের পর দুদেশের মধ্যে বাক্যলাপটুকুও প্রায় বন্ধ। এর পাশাপাশি সীমান্ত এলাকার সঘাত তো আছেই। ভারত কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর দুই দেশের বাকযুদ্ধ চরমে ওঠে। করোনা সংকট কিছুটা কাছাকাছি আনতে পারে দুই প্রতিবেশীকে ?পাকিস্থানের পাশাপাশি তুরস্ক ও মালয়েশিয়া ও হাইড্রোক্সিক্লোরোকুইন চেয়েছে ভারতের কাছে।