Bangla News Dunia, অজয় দাস :- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের দেশের রাষ্ট্রদূতদের সাথে একটি ভার্চুয়াল মিটিং আয়োজন করে ছিলেন। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের রাষ্ট্রদূতদের কাজ না করা ও ঘুষ নেবার ফলে এই মিটিং আয়োজন করেন।
আরো পড়ুন :- বিশ্ব নেতাদের মধ্যে , নিজের বেইজ্জতি করাতে ১ নম্বরে ইমরান খান
এই মিটিঙে ইমরান খান রাষ্ট্রদূতদের উদেশ্যে বলেন যে ভারতের রাষ্ট্রদূতরা খুব ভালো কাজ করে। তাদের থেকে পাকিস্তানের সেখা উচিত। তিনি বলেন যে ভারতের রাষ্ট্রদূতরা শুধু যে নাগরিকদের সুবিধা দেয় তা না। তারা ভারতের বিদেশ থেকে ইনভেস্টমেন্ট কি ভাবে আনা যায় তার উপরেও কাজ করেন।
মূলত , বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের নাগরিকরা পাকিস্তানকে রাষ্ট্রদূতদের কাজে সন্তুষ্ট না হয়ে , সেখানকার সরকারকে অভিযোগ জানায়। এছাড়া সৌদি আরবে অবস্থিত পাকিস্তানের রাষ্ট্রদূতের অফিসে ঘুষ নেবার অভিযোগ পাওয়া যায়। এছাড়াও কিছু দিন আগে দক্ষিণ কোরিয়ায় পাকিস্তানের দূতাবাসের দুই কর্মচারী চুরি করে ধরা পড়েছে। এমন অবস্থায় পাকিস্তানের ছবি শুধরাতে এই বৈঠক আয়োজন করেন ইমরান খান।
"سفارتخانوں کا نو آبادیاتی دور والا رویہ قابلِ قبول نہیں،"
وزیراعظم عمران خان کا دنیا بھر میں تعینات پاکستانی سفراء سے ورچوئل خطاب pic.twitter.com/0aEobE951o
— Prime Minister's Office (@PakPMO) May 5, 2021
আরো পড়ুন :- ভারতের কাছে 5G টেকনোলজিতে ঝটকা খাবার পরে প্রথম প্রতিক্রিয়া দিলো চীন !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে