ভারতের সঙ্গে বিবাদের ফলে নেপালবাসীর অবস্থা শোচনীয়

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia, S. Datta Roy –  ভারতের সঙ্গে শত্রুতা করে চীনের ঘনিষ্ট হয়েছে নেপাল। তার ফল এবার হাতে হাতে পেলো নেপাল। ভারত -নেপাল সীমান্ত বন্ধ হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্যে তার প্রভাব বেশ ভালো মতোই পড়েছে। আর বাণিজ্য বন্ধ হওয়ায় শুধু যে অর্থনৈতিক ক্ষতি তাই -ই নয় এখন প্রতিদিনের সামান্যতম খাবারের প্রয়োজন মেটাতেও নাজেহাল অবস্থা নেপাল বাসীর।

nepal-india

সম্প্রতি নেপাল সরকার নির্দেশিকা জারি করেছে যে -সে দেশের নাগরিকদের ভারতে ঢোকা নিষেধ। পাশাপাশি ভারতীবাসীর জন্যও নেপালের দরজা বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত সিল করে দেওয়ার ফলস্বরূপ নেপালে খাদ্যদ্রব্যের এখন আকাশ ছোঁওয়া। নুনের দাম বেড়ে এখন ১০০  কেজি হয়েছে, আর সরষের তেল ১ লিটার ২৫০ টাকা। নেপালের এই সিদ্ধান্তের ফলে নেপাল সংলগ্ন ভারতীয় ভূ -খন্ডেও বাণিজ্য স্তব্ধ হয়ে। আছে নেপাল এবং ভারতের মধ্যে ভারতীয় মুদ্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লক্ষ টাকার ব্যবসা চলে।

Highlights

১.  ভারতের সাথে সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ায় বিপাকে নেপালবাসী। 

২.  নেপালের এই সিদ্ধান্তের ফলে নেপাল সংলগ্ন ভারতীয় ভূ -খন্ডেও বাণিজ্য স্তব্ধ হয়ে। 

ভারত – নেপাল   #  সীমান্ত বাণিজ্য 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন