Bangla News Dunia , অজয় দাস :- যবে থেকে ভারতের জম্বু – কাশ্মীরে ৩৭০ ধারা সরানো হয়েছে তবে থেকে জম্বু – কাশ্মীরে অশান্তি ফেলানোর চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তানের তরফ থেকে বিশ্বের বিভিন্ন মঞ্চে ৩৭০ ধারা নিয়ে আওয়াজ উঠিয়েছে পাকিস্তান। এমনকি চীন ও তুর্কিকে নিজের সাথে নিয়েছে পাকিস্তান।
তবে ইমরান খার তার বক্তব্যে জানিয়েছেন পাকিস্তান ভারতের সাথে আলোচনা করতে প্রস্তূত। তবে তার আগে ভারতকে পাকিস্তানের শর্ত মানতে হবে। ইমরান খান বলেন , যদি ভারতের সাথে পাকিস্তান ফের সম্পর্ক স্থাপন করে , তাহলে তা জম্বু – কাশ্মীরের মানুষদের পিঠ দেখানোর সমান হবে। ভারত সরকার যদি জম্বু – কাশ্মীরে ৫ অগাস্ট ২০১৯ এর অবস্থা ফিরিয়ে আনে তবেই ভারতের সাথে আলোচনার টেবিলে বসতে রাজি পাকিস্তান।
আরো পড়ুন :- এবার ভারত ও তেল রপ্তানি করবে বিদেশে !
এর আগেও বহুবার পাকিস্তানের তরফ থেকে এই প্রকারের বক্তব্য সামনে এসেছে। কিন্তু ভারতের তরফ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। মূলত , ভারত সরকারের পাকিস্তানকে দরকার নেই কিন্তু পাকিস্তানের ভারতকে দরকার কারণ পাকিস্তান ভারতের থেকে বেশি পরিমান দ্রব্য আমদানি করে থাকে। আর ভারতের থেকে দ্রব্য আমদানি না করায় তা অন্য দেশ থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে পাকিস্তানের।
যার ফলে আর্থিক ক্ষতির সমুখীন হচ্ছে পাকিস্তান। যার প্রমান বিভিন্ন সময় তার আর্থিক অবস্থা দেখলেই বোঝা যায়। আর ভারত সরকারের তরফ থেকে পাকিস্তানকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে , যতদিন না পাকিস্তান আতঙ্কবাদীদের সাহায্য করা বন্ধ করছে ততদিন পাকিস্তানের সাথে কোনো প্রকার আলোচনা করবে না পাকিস্তান।
আরো পড়ুন :- আবারো ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো সৌদি আরব
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতের ব্রহ্মস মিসাইলকে ভয় পায় চীন ! স্বীকার করলো নিজেই