ভারতের সামনে মাথা নত করল নেপাল !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ভারতের সামনে মাথা নত করল নেপাল। নেপালের সংসদ দ্বারা সর্বসম্মতিতে  লিপুলেখ, কালাপানি আর লিম্পিয়াধুরা এলাকা গুলোকে নিজেদের বলে দাবি করা নতুন রাজনৈতিক মানচিত্রকে মঞ্জুরি দেওয়ার পর দুই দেশের সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। ভারত নেপালের নতুন মানচিত্র আর আর তাঁদের সমস্ত দাবি নস্যাৎ করে দিয়েছে।

কিন্তু সূত্র মারফত জানা গেছে নেপালে মঙ্গলবার শিক্ষা মন্ত্রালয়কে বলা হয়েছে যে, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বই গুলো যেন আর ছাপা এবং বণ্টন না করা হয়। কারণ ভূমি ব্যবস্থাপনা ও সমবায় মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক এই নিয়ে কিছু আপত্তি জাহির করেছে। বিশেষজ্ঞদের মতে চীনে বাড়বাড়ন্ত ঠেকাতে আপাতত ভারতের সাথে শত্রুতা ভোলাতে পারে নেপাল।

আরো পড়ুন :- সামরিক দিক থেকে বিশ্বের কে কোথায় দাঁড়িয়ে ? ভারতের অবস্থান কোথায় !

জেলা প্রশাসন কার্যালয় এই বিষয়ে নিজেদের রিপোর্ট নেপালের স্বরাষ্ট্র মন্ত্রালয়কে পাঠানো হয়েছে। ওই রিপোর্টে নেপালি এলাকায় চীনের অনুপ্রবেশ নিয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। আরেকদিকে, চাপ সৃষ্টি করানোর জন্য নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক নেপালি বিদেশ মন্ত্রককে পাঠিয়েছে। চিনা আগ্রাসন যে বাড়ছে দিন দিন তা ভালো বঝুতে পারছে নেপালিরা।

আরো পড়ুন :- সীমান্তে ঠাণ্ডায় কাবু চীন সেনারা ! পাঠাতে হচ্ছে হাসপাতাল

চীন নেপালের সাতটি জেলায় কবজা করা শুরু করেছে। নেপালের কৃষি বিভাগের সমিক্ষা বিভাগ জানায় যে, গোরখা আর দারচুলা জেলার অনেক গ্রামে কবজা করে নিয়েছে। এভাবেই ধীরে ধীরে নেপালকে গ্রাস করে নিচ্ছে ড্রাগন। ফলে নিরুপায় নেপালের ভরসা পুরনো চিরকালের বন্ধু ভারত।

Highlights

1. ভারতের সামনে মাথা নত করল নেপাল।

2. নেপালকে গ্রাস করে নিচ্ছে ড্রাগন।

#NEPAL #CHINA #INDIA #LAC #PLA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন