Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতের হামলার ভয়েই অভিনন্দনকে ছেড়েছিল পাকিস্তান ! দুনিয়ার সামনে বলা হয়েছিল শান্তির কথা। কিন্তু আসলেও তা ঠিক নয়, আসলে পাকিস্তান ভয় পেয়েছিল ভারতকে । নানা মহলের চাপের মুখে দেশের অস্তিত্ব বাঁচাতেই অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। এমন তথ্য বেরিয়ে আসছে খোদ একজন পাকিস্তানি সাংসদের মুখ থেকেই। এমন বয়ান সামনে আসতেই অস্বস্তিতে ইমরান সরকার।
বুধবার পাকিস্তানী সাংসদই তাদের সংসদ ভবনে এমন তথ্য বয়ান দিয়েছেন । তার ভাষণে মুসলিম লিগ নওয়াজ নেতা আয়াজ সাদিক বলেন, অভিনন্দন বর্তমানকে ফেরানো হয়েছে ভারতের প্রত্যাঘাতের ভয়ের কারণে। সেই দিন নাকি পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছিলেন, নির্দিষ্ট দিনে রাত ৯ টার মধ্যে অভিনন্দনকে মুক্তি না দিলেই ভারত হামলা যেকোনো মুহূর্তে শুরু করবে, এমনই দাবি করছেন মুসলিম লিগ নওয়াজ নেতা আয়াজ সাদিক। এটি প্রকাশ্যে এনেছে পাকিস্তানের নামী সংবাদমাধ্যম দুনিয়া নিউজ।
দুনিয়া নিউজ এর সম্প্রচারিত ক্লিপে দেখা যাচ্ছে সাদিক বলছেন, সেদিন ইমরান খান কিন্তু শাহ মহম্মদ কুরেশি ও চিফ অফ আর্মি স্টাফ কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। আর্মি চিফ বিশ্রী রকম ঘামছিলেন, তাঁর হাঁটু কাঁপছিল। শাহ মহম্মদ কুরেশি ওই বৈঠকে বলেন, ভগবানের নামে অভিনন্দনকে ছেড়ে দিতে হবে। তা না হলে রাত ৯ টার মধ্যে ভারত হামলা করবে।
আরো পড়ুন :- মহাবিপাকে পাকিস্তান ! আবার FATF এর ধূসর তালিকায় তারা
উলেখ্য ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হন অভিনন্দন বর্তমান। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তান তাঁকে আটক রেখেছিল। ভারত বলেছিল কোনও শর্ত ছাড়াই নিরাপদে ফেরাতে হবে অভিনন্দনকে।
Highlights
1. ভারতের হামলার ভয়েই অভিনন্দনকে ছেড়েছিল পাকিস্তান !
2. দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তান তাঁকে আটক রেখেছিল
#IAF #PAK