Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতে অন্তর্ভুক্তি চেয়ে আবেদন গিলগিট-বালুচিস্তানের। এই সকল প্রদেশের মানুষ চাইছেন ভারতের সাথে যুক্ত হতে। গিলগিট-বালটিস্তান প্রদেশে পাকিস্তানের অবৈধ কবজার ও নানা রকম অত্যাচারের বিরুদ্ধে লাগাতার সংঘর্ষ কারী আপামোর সিন্দ্রি ও বালুচিরা চাইছেন গিলগিট-বালটিস্তানের পাকিস্তানের কবজায় থাকা অংশকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করতে। তার জন্য সংযুক্ত রাষ্ট্রের মানবাধিকার পরিষদে সেই জোরালো দাবি তুলেছেন গিলগিট-বালটিস্তানের জনতা।
মানবাধিকার পরিষদের ৪৫ তম অধিবেশনে বক্তব্যে বালুচি সমাজসেবী আয়ুব মির্জা বলেন, পাকিস্তান গোটা বিশ্বকে ভ্রমিত করে রেখেছে। সেখানকার কঠিন বাস্তব সম্পূর্ণ উল্টো। সেই সকল প্রদেশের মানুষেরা এখন স্বাধীন হওয়ার জন্য মুখিয়ে আছে। পাকিস্তান সেখানে নানা বিধ অত্যাচের করছে। শিক্ষকদের যাতে বেতন না দিতে হয় তাই জন্য গিলগিট-বালটিস্তানে স্কুল বন্ধ করে রাখার অর্ডার জারি করেছে। সেখানকার মানুষ স্বাধীন হতে চায় আর তাঁরা জম্মু কাশ্মীর এবং লাদাখের অংশ হতে চাইছে।
আরো পড়ুন :- জন্মদিনে দেশবাসীর থেকে ৬ টি উপহার চাইলেন প্রধানমন্ত্রী ! বিস্তারিত পড়ুন
তিনি আরো জানান বিগত কয়েকবছর ধরে গিলগিট-বালটিস্তানের প্রদেশের এলাকায় একটিও উন্নয়নমূলক কাজ হয় নি। জলের কল দিয়ে জলের বদলে রক্ত বেরিয়ে আসে। উলেখ্য প্রতিবাদে তানভীর আহমেদ নামের এক যুবক গিলগিট-বালটিস্তানের মীরপুর এলাকা থেকে পাকিস্তানের পতাকা খুলেছিলো এরপর তাকে পাকিস্তান পুলিশ বন্দি বানিয়ে ডেথ সেলে ঢুকিয়ে দেয়। সেখানে শুধু পাক সেনার হত্যালীলা আর মানুষের করুন চিৎকার। তাই মুক্তি ও স্বাধীনতার জন্য এলাকার মানুষ ভারতে অন্তর্ভুক্ত হতে চাইছে।
Highlights
1. ভারতে অন্তর্ভুক্তি চেয়ে আবেদন গিলগিট-বালুচিস্তানের
2. মুক্তি ও স্বাধীনতার জন্য এলাকার মানুষ ভারতে অন্তর্ভুক্ত হতে চাইছে
#গিলগিট-বালুচিস্তান #UN #INDIA #PAK