ভারতে প্রত্যার্পনের পথ প্রশস্ত বিজয় মালিয়ার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :-  ভারতে প্রত্যার্পনের পথ প্রশস্ত হলো বিজয় মালিয়ার। কারণ ভারতের কাছে যে প্রত্যার্পনের  নির্দেশ আছে তার বিরুদ্ধে ব্রিটেনের হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া। সোমবার তার এই আবেদন খারিজ করে দিলো ব্রিটিশ হাই কোর্ট।  ফলে তাকে কবে দেশে ফেরানো হবে তাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রিটেনের  স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল।

২০১৮ সালে বিজয় মালিয়াকে ভারতে প্রত্যার্পনের পক্ষে রায় দিয়েছিলো ইংল্যান্ডের নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেছিলেন  এই বিজনেস টাইকুন। সোমবার তার এই আবেদনকে  খারিজ  করেন বিচারপতি স্টিফেন আইরিন ও বিচারপতি এলিজাবেথ লায়িং। তাদের বক্তব্য অনুযায়ী ভারতের সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) যে মামলা করেছে তা সিনিয়র ডিস্ট্রিক্ট জাজের নজরে এসেছিলো বলেই মামলাটি তারা খারিজ করেছেন।

আরো পড়ুন :-  চীনের উহান ল্যাব থেকে চাঞ্চল্য কর তথ্য উঠে আসলো !

 প্রসঙ্গত একাধিক ভারতীয় ব্যাংকে ঋণ প্রতারণা মামলায় জড়িত  থাকার অভিযোগ নিয়ে ২০১৬ সালে  দেশ ছাড়েন তিনি। এর পর থেকেই তাকে দেশে ফেরানোর জন্য সব রকমের প্রচেষ্টা করতে থাকে ভারতীয় সরকার। ভারতের আদালতে এখনো পর্যন্ত মালিয়ার গ্রেপ্তারি পরোয়না জারি আছে। অন্যদিকে আইনি প্যাঁচে ফেলে সেই সব প্রচেষ্টা ব্যর্থ করতে থাকেন তিনিও। এইসব সত্ত্বেও  বর্তমানে মালিয়াকে দেশে ফেরাতে এখনো তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে তিনি  দাবি করেছিলেন যে সমস্ত  টাকা তিনি ফেরত দিয়ে দিতে রাজি আছেন, কিন্তু   ভারতীয় ব্যাংক টাকা নিতে রাজি নয়।  সম্প্রতি এক  টুইট বার্তায় তিনি ভারতে চালু হওয়া  লক ডাউনকে  সমর্থন করেছেন ।  পাশাপাশি করোনা ভাইরাসের আবহেও  তিনি তার কর্মচারীদের বেতন দিচ্ছেন বলে দাবি জানিয়ে শেষবার ভারত সরকারকে চিঠি লিখেছিলেন।

আরো পড়ুন :- বিশ্ব স্বাস্থ্য সংস্থা রমজান মাসের জন্য নিয়মাবলী জানালো সব দেশকে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন