ভারতে ফোন করলো ইসরায়েলের রাষ্ট্রপতি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- কয়েক দিন আগেই প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর হামলায় ইসরায়েলে কর্মরত ভারতীয় মহিলা সৌমিয়া সন্তোষ মারা যান। তিনি যখন হোয়াটস আপের মাধ্যমে ভিডিও কলে তার স্বামীর সাথে কথা বলছিলেন তখন প্যালেস্টাইনের জমি থেকে হামাস গোষ্ঠীর ছোড়া রকেট হামলায় তিনি মারা যান। এই মৃত্যুর পরেই ইসরায়েলের তরফ থেকে ভারতের এই পরিবারের প্রতি শোক জ্ঞাপন করা হয়।

আরো পড়ুন :- ভারতের কাছে সাহায্য চাইলো বাংলাদেশ

তার পর ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত রণ মালকা নিজেই এই ঘটনার জন্য ওই পরিবারের সাথে কথা বলেন। এমনকি তিনি জানান যে ওই পরিবার অথাৎ সৌমিয়া সন্তোষ এর ৯ বছরের ছেলে সমস্ত দায়িত্ব ইসরায়েল নেবে। এমনকি ওই পরিবারকে সাহায্য ও করবে। এর পরেই ইসরায়েল থেকে ভারতে সৌমিয়া সন্তোষ এর মৃতদেহ আনা হয়।

কিন্তু এতেই ইসরায়েল এই পরিবারের কথা ভুলে যায়নি এবার ইসরায়েলের রাষ্ট্রপতি রুভেন রিভলিন স্বয়ং সৌমিয়া সন্তোষ এর স্বামীকে ফোন করে কথা বলেন। তিনি সৌমিয়া সন্তোষ এর মৃত্যুর জন্য সমবেদনা জানান।

আরো পড়ুন :- এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে ভারতের সাথে সহমত প্রকাশ করলো চীন

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- OIC অন্তর্ভুক্ত ৫৭ মুসলিম দেশকে আয়না দেখালো আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরাফ গনি

Bangla news dunia Desk

মন্তব্য করুন