Bangla News Dunia, অমিত রায় :- ভারতের করোনা পরিস্থিতি দিনকে দিন মারাত্মক হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। আর তারই সাথে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার পার করেছে। এমন অবস্থায় দেশে লক ডাউন ঘোষণা করবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে সরকার কারণ লক ডাউনের সাথে সাথে মানুষের কথায় ভাবতে হবে সরকারকে।
আরো পড়ুন :- Breking : ভারতের প্রপোগান্ডা গ্যাঙের গালে জোরে থাপ্পড় দিলো হোয়াইট হাউজের স্বাস্থ্যে উপদেষ্টা
এরই মধ্যে দেশের কিছু কিছু রাজ্যে লক ডাউন ঘোষণা করা হয়েছে। তবে ভারতের পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। সারা বিশ্ব থেকে ভারতের বন্ধু দেশ গুলি ভারতের জন্য সাহায্যের হাত বারিয়ে দিয়েছে। তারই মধ্যে আমেরিকার প্রধান স্বাস্থ্যে উপদেষ্টা ডঃ ফাউসি ( Dr. Fauci ) তার বার্তায় ভারত সরকারকে অন্যন্ত কয়েকটা দিনের জন্য লক ডাউন ঘোষণা করার কথা বলেছেন। যাতে করে করোনার চেনকে কিছুটা হলেও ভেঙে ফেলা যায়। ও দুর্বল করে দেওয়া যায়।
এতে দৈনিক করোনা সংক্রামণের সংখ্যা কমে আসবে। ফলে হাসপাতালে যে মৃত্যু হচ্ছে তার সংখ্যা কমে যাবে। এমনকি স্বাস্থ্যে কাঠোমোর উপর চাপ ও কিছুটা কমবে। ডঃ ফাউসি ( Dr. Fauci ) এর আগে ভারতের স্বদেশী কোভ্যাকসিনের সুনাম করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ভারতের স্বদেশী কোভ্যাকসিন করোনার সাথে লড়াই করতে সবচেয়ে ভালো ভ্যাকসিন। যা করোনা ভাইরাসের ৬১৭ টি রূপকে নষ্ট করতে সক্ষম।
আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে কি করা উচিত জানালো WHO