Bangla News Dunia , দীনেশ দেব :- ভারতে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের ছাড় পত্র দেওয়া হয়েছিল ১২ এপ্রিল ২০২১ -এ। এর পরেই রাশিয়া ভারতে ভ্যাকসিন রপ্তানি শুরু করে। রাশিয়ার তরফ থেকে আগেই জানানো হয়েছে যে জুলাইয়ের মধ্যে রাশিয়া ভারতকে ৩০ লাখ ভ্যাকসিন দেবে। তারই মধ্যে রাশিয়া ঘোষণা করে যে ভারতের ভ্যাকসিনের চাহিদা দেখে ভারতেই তারা ভ্যাকসিন উৎপাদন করবে।
আরো পড়ুন :- সীমান্তে চীনের দাদাগিরি বন্ধ করতে বিরাট পদক্ষেপ ভারতের !
এই মর্মে গত সপ্তায় রাশিয়ার তরফ থেকে ঘোষণা করা হয় যে ভারতের ৫ টি ফার্মা কোম্পানির সাথে ভ্যাকসিন উৎপাদন নিয়ে রাশিয়ার সমস্ত প্রকার চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে অগাস্ট থেকেই এই ফার্মা কোম্পানি গুলিতে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে যাবে। কিন্তু এই ঘোষণার এক সপ্তাহ কাটতে না কাটতেই রাশিয়ার তরফ থেকে জানানো হয় ভারতে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন শুরু হয়ে গেছে।
ভারতের পানাসিয়া বায়োটেক ( panacea biotec ) কোম্পানিতে এই ভ্যাকসিন উৎপাদন শুরু হয়ে গেছে। এই কোম্পানি বছরে ১০ কোটি স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন করবে। যদি আগে দরকার পরে তখন উৎপাদন বৃদ্ধি করা হবে। ভারতের করোনা পরিস্থিতির কথা ভেবেই রাশিয়া দ্রুততার সাথে সমস্ত চুক্তি সম্পন্ন করে তাদের ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি এই কোম্পানিকে দিয়েছে। যাতে করে দ্রুততার সাথে ভ্যাকসিন উৎপাদন করে ভারতের নাগরিকদের লাগানো যায়।
আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- চীনকে ট্রিলিয়ান ডলারের ঝাটকা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন !