ভারত কি কারণে চাইলেও আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে সাপোর্ট করতে পারে না , জানুন !

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , অজয় দাস :- মানুষের মনে প্রশ্ন আসতে পারে ভারতের একটা বড় অংশের মানুষ ইসরায়েলের সাথ দেবার পরেও ও ভারত সরকার ইসরায়েলের সাথ না দিয়ে প্যালেস্টাইনের সাথ দিলো কেন। এই প্রশ্নের পিছনে বিরাট বড় রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে ও ভারতের কিছু অসুবিধার জন্য ও ভারত সরকার চাইলেও ইসরায়েলের সাথ দিতে পারবেনা। কারণ তা হলে আগে গিয়ে ভারত সরকারই অসুবিধায় পরে যাবে।

প্রথমত ভারত সরকার ইসরায়েলের পক্ষ নিয়ে অন্য দেশের জমি দখলকে সমর্থন করলে , পাকিস্তান ও চীন ভারতের যেই অংশ দখল করেছে তা ফিরিয়ে নেবার জন্য ভারত চীন ও পাকিস্তানের উপর জোর দিতে পারবে না।

আরো পড়ুন :- OIC অন্তর্ভুক্ত ৫৭ মুসলিম দেশকে আয়না দেখালো আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরাফ গনি

দ্বিতীয় কারণ হলো , ভারত ইসরায়েলের সাথে ভারতের বৈদেশিক ব্যাবসার মাত্র ১ শতাংশ করে থাকে। কিন্তু অপর দিকে ভারত আরবের মুসলিম দেশ গুলির সাথে ভারতের সমগ্র বৈদেশিক ব্যাবসার ১৮ শতাংশ করে থাকে ফলে এখানে আরবের দেশ গুলি ভারতের উপর ক্ষিপ্ত হলে এই ব্যাবসায় ঘাটতি দেখা দেবে। এরই সাথে বর্তমানে আরব দেশ গুলি ভারতের সাথে ভালো সম্পর্ক রক্ষার জন্য তারা পাকিস্তানের হয়ে কথা বলেনা। কিন্তু আরব দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে তারা ভারতের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবে।

যেমন , কাশ্মীর ইস্যুতে সৌদি বা UAE ভারতেরই সাথ দিয়েছে। এছাড়া আরব দেশ গুলি ভারতের উপর ক্ষিপ্ত হলে সেখানে কর্মরত ৫০ লাখের বেশি ভারতীয়র কাজ কর্মে বাজে প্রভাব পড়বে। এমনকি তাদের কাজ যেতে ও পারে। এরই সাথে বর্তমানে ভারতের সাথে ভালো সম্পর্ক রক্ষার জন্য আরব দেশ গুলি পাকিস্তানকে সাহায্য করে না। কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে তারা পাকিস্তানকে আর্থিক সাহায্য করবে আর ওই টাকা দিয়ে পাকিস্তান ভারতে আতঙ্কবাদী পাঠাবে।

এছাড়া ভারত UNSC -তে ( United Nations Security Council ) পার্মানেন্ট মেম্বার হবার চেষ্টা করছে। আর তার জন্য বিশ্বের ২/৩ অংশ দেশের সমর্থন লাগবে। যেমন সারা বিশ্বে ১৯৫ টি দেশ আছে তাঁদের মধ্যে ২/৩ অংশ অথাৎ ১৩০ টির বেশি দেশ যদি সমর্থন করে তবেই ভারত UNSC -তে পার্মানেন্ট মেম্বার হতে পারবে। তবে তারই সাথে ৫ টি পার্মানেন্ট মেম্বারের ভোট ও ভারতের লাগবে । আর এই আরব দেশ গুলি যদি ভারতের বিপক্ষে চলে যায় তবে পাকিস্তান অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপারেশন এর বৈঠক ডেকে UNSC -তে ভারতের বিরুদ্ধে ভোট করতে বলবে। আর ভারতের প্রতি ক্ষুদ্ধ থাকায় তারা ভারতের বিপক্ষে ভোট ও করে দেবে।

আরো পড়ুন :- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

ফলে অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপারেশন ( OIC ) ভুক্ত ৫৭ দেশ ও ভারতের বিপক্ষে ভোট করবে ফলে UNSC -তে পার্মানেন্ট মেম্বার হওয়া ভারতের একপ্রকার অনিশ্চিত হয়ে যাবে।

এর জন্য ভারত বিগত কয়েক বছর ধরে আরব দেশ গুলির সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। যাতে সফলতা ও পেয়েছে ভারত। এছাড়া ভারতের তরফ থেকে সারা বিশ্বের ১৫০ টির বেশী দেশকে  মেডিকেল সামগ্রী রপ্তানি ও ৮০ টির বেশি দেশকে করোনা ভাইরাসের টিকা রপ্তানি করা তারই এক পদক্ষেপ।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :ভারতের কাছে সাহায্য চাইলো বাংলাদেশ

Bangla news dunia Desk

মন্তব্য করুন