Bangla News Dunia, দীনেশ দেব :- ভারত ও রাশিয়ার মিত্রতা কতটা গভীর তা বলার প্রয়োজন নেই। কিন্তু রাশিয়ার পাশাপাশি ভারতের আরো মিত্র দেশ আছে যাদের সাথে ডিফেন্স সেক্টরে ভারতের সম্পর্ক খুবই মজবুত। কিন্তু এবার ভারত চীন ও পাকিস্তানের বাড়বাড়ন্ত কমাতে রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে ফাইটার হেলিকপ্টার বানাতে চলেছে , যা আমেরিকার এপাচি হেলিকপ্টারের থেকে কোনো অংশে কম নয়।
ভারত চীন ও পাকিস্তানকে কাউন্টার করতে রাশিয়ার সাথে ২০০ টি কামোভা কা – ২২৬ ফাইটার হেলিকপ্টার নির্মাণের চুক্তি করেছে। এই চুক্তি কয়েক বিলিয়ন ডলারের হতে পারে। তবে সঠিক ভাবে কত ডলারের এই চুক্তি তা এখন পর্যন্ত জানা যায়নি।
আরো পড়ুন :- Big News : অবশেষে পাকিস্তান মানলো কাশ্মীর ভারতের অংশ
এই চুক্তির মাধ্যমে রাশিয়া ২০০ টি ফাইটার হেলিকপ্টারের মধ্যে প্রথম ৬০ টি তাদের দেশে তৈরী করে ভারতে পাঠাবে। বাকি ১৪০ টি কপ্টার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতের মাটিতেই তৈরী করা হবে। এই হেলিকপ্টার ভারতের সেনাবাহিনীর হাতে আসলে পাহাড়ি এলাকায় যুদ্ধ করা আরো সহজ হয়ে পড়বে।
কারণ এই ফাইটার হেলিকপ্টারের মাধ্যমে একদিকে দুর্গম পাহাড়ি এলাকায় যেমন সেনা ও রসদ পাঠাতে সুবিধা হবে তেমনই এই ফাইটার কপ্টার শত্রুর সর্বনাশ করতেও পারবে। এছাড়া এই ফাইটার কপ্টার নিজের সুরক্ষা নিজেই করতে সক্ষম। কারণ এই ফাইটার হেলিকপ্টার বিরোধী শিবিরের ছোড়া মিসাইলকে চাকমা দিতে সক্ষম।
আরো পড়ুন :- নতুন ভ্যাকসিন আবিষ্কার করলো রাশিয়া , এক ডোজ যথেষ্ট !