Bangla News Dunia : S. Datta Roy – লাদাখ সীমান্তে এখনো চীন সেনা মোতায়েন আছে। ভারত ও চীনের মধ্যে পুনরায় সামরিক স্তরে বৈঠক হয়। সূত্রের খবর অনুসারে -গ্যালোয়ান এলাকা ,পিপি ১৪ ,পিপি ১৫ ও পিপি ১৭ তে উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিককালে এই নিয়ে ৫ বার বৈঠক করলেন দুই দেশের সামরিক কর্তারা। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। সূত্রের দাবি -গত কয়েকদিনে সীমান্তপারে উভয় পক্ষই সেনা মোতায়েন বাড়াতে শুরু করেছে। পূর্ব ,পশ্চিম ও মধ্য –লাইন অফ একচুয়াল কন্ট্রোলের ৩ অংশেই সেনা মোতায়েন বাড়িয়েছে ভারত।
যদি ভারত – চীন উভয়েই আলোচনার মাধ্যমেই বিবাদ মেটাতে চায়। কিছুদিন আগেই দেশের ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সূত্রের খবর -শুধু লাদাখ নয় ,ভারতের অন্যান্য অংশের সীমান্ত এলাকাতেও রণসজ্জা বাড়াচ্ছে বেজিং। গালওয়াল উপত্যকায় সেতু নির্মাণের কাজ খুবদ্রুত করছে ভারত ,গ্লোবাল নদী উপত্যকার কাছে সেনা মোতায়েন বাড়াচ্ছে চীন। সূত্রের খবর -যদি কোনো প্রয়োজন পরে তাই দেশের প্রধান প্রতিরক্ষা সামগ্রী নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে কামান তৈরির বরাত দিয়েছে ভারতীয় সেনা।
লাদাখ সীমান্তের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি কাজ শুরু করেছে ওএফবি। ভারতীয় সেনা বলেছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই বরাত সরবরাহ করতে।
Highlights
১. সাম্প্রতিককালে এই নিয়ে ৫ বার বৈঠক করলেন দুই দেশের সামরিক কর্তারা।
২. ভারতের অন্যান্য অংশের সীমান্ত এলাকাতেও রণসজ্জা বাড়াচ্ছে বেজিং।
৩. লাদাখ সীমান্তে এখনো উত্তেজনা বর্তমান।
# ভারত # চীন # সীমান্ত সমস্যা