ভিডিও : নিজের বাড়ি নিজের হাতে জ্বালিয়ে দিলেন মহিলা , দেখুন সেই ভিডিও

By Bangla news dunia Desk

Published on:

Bnagla News Dunia , অজয় দাস :-  এমন টা ও কি হতে পারে কোনো মানুষ নিজের বাড়িকে নিজে হাতেই জ্বালিয়ে দিতে পারে ! এমন কথা স্বপ্নেও ভাবা যায় না , এমনকি মানুষ এমন কথা স্বপ্নেও ভাবতে পারেন না। কারণ মানুষের প্রধান সম্বল হলো তার নিজের ঘর। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের মাথার নিচে ছাদ নেই। তারা ভালো করেই বোঝেন যে একটি ঘর থাকা কতটা জরুরি।

আরো পড়ুন :- Big News : অবশেষে পাকিস্তান মানলো কাশ্মীর ভারতের অংশ

তবে এই পৃথিবীতে বিচিত্র অনেক মানুষ রয়েছেন আর তার মধ্যে মেরিল্যান্ডে এলাকার ৪৭ বছরের মহিলা গালি মেটওয়ালী হলেন এক জন। তিনি নিজের বাড়ির একাধিক জাগায় আগুন লাগিয়ে দেন। আর তার পরেই নিজের বাড়ির লনে বসে আরামের সহিত সেই দৃশ্য দেখতে থাকেন।

https://twitter.com/davenewworld_2/status/1388459648542461952?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1388459648542461952%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla%2Fnews18bengali-epaper-pradben%2Fnijehatekarebaditedilenaagunlagiyelanebasedekhalendekhunbhairalbhidio-newsid-n277876772%3Fs%3Dauu%3D0xd789d41bfecd327fss%3Dwsp

এমন পরিস্থিতিতে সেখানে উপস্থিত ২ যুবক এই ঘটনার ভিডিও বানান। তার পরেই সেখানকার জনসাধারণ স্থানীয় থানায় ফোন করেন। এই আগুন দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে যান। আর আগুন লাগাবার সময় ওই বাড়িতেই এক তলায় আটকে ছিলেন তার বড় বোন ৫২ বছরের ব্লেন্ডা হলব্রুক। তিনি কোনো রকমে ওই আগুন থেকে বেঁচে বাড়ির বেসমেন্টের জানলা দিয়ে বেরিয়ে আসেন।

বর্তমানে ওই মহিলাকে পুলিশ নিজের হেফাজতে রেখেছে। পুলিশ জানায় ওই বাড়িতে ৪ জন মানুষ বসবাস করতেন কিন্তু ঘটনার সময় ২ জন ওই বাড়িতে ছিলেন না।

আরো পড়ুন :- নিজের ছেলের বউয়ের সাথে ইফরান পাঠানের বিবাহ বহির্ভুত সম্পর্ক , আত্মহত্যার হুমকি বৃদ্ধ দম্পত্তির

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?

Bangla news dunia Desk

মন্তব্য করুন