Bangla News Dunia, অজয় দাস :- করোনা কালে ভারতের পাশে থাকার বার্তা আগেই দিয়েছে ব্রিটেন। সেই অনুযায়ী কয়েক দিন আগে ব্রিটেন ভারতকে সাহায্য ও পাঠিয়ে দিয়েছিলো। এবার আরো একবার ভারতের সাহায্যের জন্য হাত বাড়ালো ব্রিটেন। এই দিন ব্রিটিনের তরফ থেকে , ভারতে অবস্থিত ব্রিটিনের রাষ্ট্রদূত এলেক্স এলিস হিন্দিতে বার্তা দিয়ে জানান যে ব্রিটেন এই করোনা মহামারীতে ভারতের পাশেই রয়েছে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে
তিনি আরো জানান যে ব্রিটেন ভারতকে আরো ১০০০ টি ভেন্টিলেটর পাঠাচ্ছে যাতে করে ভারতের চাহিদা পূরণ করা যায়। এর আগে ব্রিটেন ভারতকে ২০০ টি ভেন্টিলেটর , ৪৯৫ টি অক্সিজেন কন্সেন্ট্রেটরস ও ৩ টি অক্সিজেন উৎপাদনকারী ইউনিট পাঠিয়েছে। ব্রিটিনের রাষ্ট্রদূত তার ভাষণের শেষে বলেন এর আগে ভারত ব্রিটিনকে সাহায্য করেছে এবার ব্রিটিনের সাহায্য করার পালা।
UK will send 1,000 more ventilators for use in India’s hospitals, in addition to 200 ventilators, 495 oxygen concentrators and 3 oxygen generation units announced last week.
Businesses & civil societies are also coming forward as 🇬🇧 stands with 🇮🇳 against #Covid#LivingBridge pic.twitter.com/FfVpLwkwuK
— Alex Ellis (@AlexWEllis) May 3, 2021
বিগত কিছু দিনে ভারতের সাথে ব্রিটিনের সম্পর্কের উন্নতি হয়েছে। এছাড়া ও ভারতের প্রধানমন্ত্রী মোদি ও ব্রিটিনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সম্পর্ক খুবই ভালো। ব্রিটেন বিভিন্ন সময় ভারতের পাশে দাঁড়িয়েছে।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার