ভিয়েতনামে চালু চাল সংগ্রহের এটিএম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, শারদীয়া রায় :- লক ডাউনের  সময় গরিবেরা যাতে অভুক্ত না থাকে তার জন্য ভিয়েতনামে চালু হলো ভাতের এটিএম। ভিয়েতনামের হো চি মিন শহরের এক ব্যবসায়ী হোয়াং তুয়ান আন লক ডাউনের  সময় নিখরচায় চাল বিরতণ করার জন্য স্বয়ংক্রিয় এই মেশিন টি আবিষ্কার করেছেন। সেখান থেকে যে পরিমান  চাল দেওয়া হচ্ছে তাতে কোনো ব্যক্তি একদিন তার পরিবারকে খাওয়াতে সক্ষম। আন একটি বৈদ্যুতিক সংস্থার মালিক। হো চি মিন শহরের তান ফু জেলায় আছে তার অফিস। এর আগে তিনি হাসপাতালে অনেকগুলি স্মার্ট ডোরবেল দান  করেছিলেন।

[ আরো পড়ুন :- করোনার ফলে রাষ্ট্রপুঞ্জ উদ্বিগ্ন অর্থনীতিতে ]

ভিয়েতনামের হো চি মিন শহরে চলতি মাসের গোড়ার দিকে লকডাউন চালু   হয়েছিল। লক ডাউনের  জন্য  এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কর্মসূচি নেওয়ার ফলে অনেক মানুষ জীবিকাহীন হয় পড়েছেন। বেশ কয়েকটি ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং অনেক মানুষ সাময়িক ভাবে কাজ হারিয়েছেন। খাদ্যের সংস্থান দুস্কর হয়ে পড়েছে। এই সময় দেশের বহু অংশে ত্রাণ বিলি করা হচ্ছিলো। এমত অবস্থায় আন  জানিয়েছেন যে মানুষ যাতে অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও খাদ্যাভাবে কষ্ট না পায় তার জন্য তার এই উদ্যোগ। তবে এই ক্ষেত্রেও অবশ্য ভাবে পালন করা হচ্ছে সামাজিক দূরত্ব।

A rice collection ATM in Vietnam

তিনি এটিকে ‘রাইস এটিএম‘ এই কারণেই নাম দিয়েছেন   যাতে এই সব কর্মহীন আতংকিত মানুষেরা  এই পরিষেবাকে গ্রহন করতে অস্বীকার না করে এবং নিশ্চিত হতে পারে যে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তার মতো কিছু ভালো মানুষ আছে যারা তাদের সাহায্য করতে চায় । এই পরিষেবা পাবার পরে গরিব  মানুষের  আশায় আছেন যে যতদিন পর্যন্ত এই মহামারী চলবে ততদিন পর্যন্ত তারা এই সাহায্য পাবেন। কারণ কমুনিস্ট শাসিত দেশগুলিতে  প্রান্তিক মানুষেরা এখনো পর্যন্ত সেইভাবে  সরকারের সাহায্য পান না

[ আরো পড়ুন :- টানা লড়াইয়ে যুদ্ধ জয় , সুস্থ হলেন ৯৩বছরের বৃদ্ধা ]

তবে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে হানোয় ,হু এবং দানাং এর মতো বড়ো  শহরগুলিতে এইরকম এটিএম চালু হয়েছে।  এই প্রযুক্তির উদ্ভাবন  এটাই প্রমান করলো যে   গরিব দেশ হলেও ভিয়েতনাম  বিশ্বের যেকোনো দেশের  তুলনায় অনেক এগিয়ে। এছাড়া চীনের পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও যেইভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে।

[ আরো পড়ুন :- বিশ্ব ব্যাঙ্কের হুঁশিয়ারি ভারতকে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন