ভূমিকম্পে মৃত্যু মিছিল !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

turkye earth quake

Bangla News Dunia, Pallab : সাতসকালে কেঁপে উঠল নেপাল-তিব্বত সীমান্ত । মঙ্গলবার ভোর 6.40 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি ও সিকিমেও ৷ ভোরবেলাতেই আতঙ্কে রাস্তায় নামেন মানুষ । জানা গিয়েছে, প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে ।

পশ্চিম চিনের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 53 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম । ঘটনায় আহত হয়েছেন 38 জন ৷ চিনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি প্রাথমিকভাবে নিহতের সংখ্যা জানালেও হতাহতের বিস্তারিত তথ্য দেয়নি ।

আরও পড়ুন:– ২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ চলছে , আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন ,

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের লবুচে থেকে 93 কিলোমিটার দূরে শিজাংয়ে ৷ সেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.1 ৷ ফের ভূমিকম্প হয় তিব্বতের শিজাংয়ে ৷ দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে 4.7 ৷ দু’টি ভূমিকম্পই হয়েছে মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ৷ তারপর থেকে পরপর ভূমিকম্প হয়েছে শিজাংয়ে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রত্যেকটি ভূমিকম্পের মাত্রাই 4.8-এর উপরে ৷ যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর জানা যায়নি ৷

আরও পড়ুন:–  একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন