Bangla News Dunia , অমিত রায় :- হ্যাঁ কথাটা ভাবতে অদ্ভুত হলেও এটাই সত্যি। কেউ কল্পনাতে ও ভাবতে পারেন না যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলে মিলবে ফ্রীতে বিয়ার খাবার সুযোগ। যেখানে ভারতে ভ্যাকসিন নিতে হলে আগে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে , তার পর কবে তার তারিখ আসবে তা জানা নেই। আর বর্তমানে ভারতে ভ্যাকসিন নিতে গিয়ে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ।
ভোর রাত থেকেই হসপিটালের সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমনটা ও দেখা গেছে যে লাইন কিনতে ও টাকা দিতে হচ্ছে কিন্তু ভ্যাকসিন ফ্রি। এমন অবস্থায় ভ্যাকসিন পাওয়াটাই দায়। তারই সাথে এই বিরাট জনসংখ্যা বহুল দেশে করোনা ভ্যাকসিনের অভাব।
আরো পড়ুন :- এক ডোজেই কাবু করোনা ! ভারতে তৈরি হবে ৮৫ কোটি ভ্যাকসিন , বিরাট ঘোষণা রাশিয়ার
কিন্তু এরই বিপরীত অবস্থা আমেরিকায়। সেখানে সরকার মানুষকে ভ্যাকসিন নেবার জন্য উৎসাহিত করতে ভ্যাকসিনের সাথে ফ্রীতে বিয়ার খাবার অফার দিচ্ছে। অথাৎ যেই ব্যাক্তি ভ্যাকসিন নেবেন সেই ব্যাক্তি ফ্রীতে বিয়ার পাবেন ভ্যাকসিনেশন সেন্টার থেকে। এই ভ্যাকসিন নেবার জন্য আগে থেকে কোনো রেজিস্ট্রেশন করতে ও হবে না। মূলত যবে থেকে আমেরিকায় করোনার প্রকোপ কমেছে মানুষ ও ভ্যাকসিন নেবার প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছেন।
তারই জন্য আমেরিকার রাষ্ট্রপতি ঘোষণা করেছেন যেই ব্যাক্তি করোনার ভ্যাকসিন নেবেন তাকে আর মাস্ক পড়তে হবে না। তবে যারা ভ্যাকসিন নেননি তাদের এখন ও মাস্ক পড়তে হবে ,নয়তো আর্থিক জরিমানা দিতে হবে।
আরো পড়ুন :- জানুন করোনার তৃতীয় ঢেউ নিয়ে কি বলছেন বিখ্যাত ডাক্তার দেবী শেঠি !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- নিজের দূর সময়েও ভারতকে সাহায্য পাঠিয়ে প্রকৃত বন্ধুর পরিচয় দিলো ইসরায়েল !