ভয়াবহ ভূমিকম্পে কাঁপল বিস্তীর্ণ এলাকা , উদ্বেগে মানুষ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভয়াবহ ভূমিকম্পে কাঁপল বিস্তীর্ণ এলাকা। ফিলিপিন্সের মানিলাতে এবার সকালে ঘটে গেলো এক ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৪। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে বলা হয়েছে সকাল ৫ টা ৩৩ মিনিটে সময় ঘটেছে এই ঘটনা। এই ভূমিকম্পের উৎস মানিলা থেকে ৪৫১ কিমি দক্ষিণ পূর্বে। এই ভূমিকম্প ভূপৃষ্ঠের থেকে ১০ কিমি গভীরে আঘাত হানে। আর তার ফলেই আরও বেশী কম্পন অনুভূত হয় বলে জানা যায়। এমন ধরনের ভূমিকম্প গত কয়েক মাস থেকে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে, কিছুদিন আগেই নর্থ ক্যারোলাইনাতে ঘটেছে, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। গত ১০০ বছরের মধ্যে আমেরিকার নর্থ ক্যারোলাইনাতে এটাই বড় ভূমিকম্প ছিল।

earth quick

এই হঠাৎ ঘটে ভূমিকম্প মানুষকে আরও আতঙ্কের মধ্যে ফেলছে। কিন্তু এই সব ভূমিকম্প, সুনামী সব কিছুই কিন্তু হঠাত করে আসে, আর সব কিহু নষ্ট করে চলে যায়। এখন এর থেকে বাচার জন্য আমাদের একটাই উপায় অবলম্বন করতে হবে, সেটা হল আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। উলেখ্য বিজ্ঞানীরা বার বার বল এচলেছে এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা আমাদের নিজেদের দায়িত্ব। কিন্তু এবার থেকে নাকি এই ধরণের প্রাকৃতিক দুর্যোগ আগের থেকেই বোঝা সম্ভব হতেও পারে। ইতিমধ্যে টেক জায়ান্ট গুগুল এই কথা জানিয়েছেন। আসলে অনুমান করা হচ্ছে, সেটা হল ফাইবার অপটিক কেবলের দ্বারাই হয়ত এই খবর আসা সম্ভব। তবে পাওয়া গেলেও, সেটা নাকি ১০০ কিমির মধ্যে, কিন্তু গুগুল এখন চেষ্টা করে যাচ্ছে সেটাকে ১০০০ কিমির মধ্যে ছড়িয়ে দেওয়া যায় কিনা।

Highlights

1. ভয়াবহ ভূমিকম্পে কাঁপল বিস্তীর্ণ এলাকা

2. কিন্তু এবার থেকে নাকি এই ধরণের প্রাকৃতিক দুর্যোগ আগের থেকেই বোঝা সম্ভব হতেও পারে

#ভূমিকম্প #মানিলা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন