Bangla News Dunia, দীনেশ :- মণিপুর লাগোয়া চিন প্রদেশের দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা। এই প্রদেশে মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস। কয়েকদিন আগে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন দখল করেছিল বিদ্রোহীরা। এবার উত্তর-পূর্বের ওই রাজ্য লাগোয়া চিন প্রদেশও দখল করল তারা। এতে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে।
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?
মায়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ জানিয়েছে, চিন প্রদেশের ৮৫ শতাংশই বিদ্রোহীদের দখলে। জুন্টা সরকারের সামরিক বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চিন সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল তারা। চলতি মাসের শুরুর দিকে আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহীরা বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ দখল করেছিল।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
২০২১ সালের ফেব্রুয়ারিতে আং সান সুচি’র দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা। শুরু হয়েছিল সামরিক জুন্টার শাসন। ২০২৩ সালের নভেম্বর থেকে সে দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী- ‘তাং ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ)-র নয়া জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’ জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?