মাত্র কয়েক বছরে চীনের সিনজিয়াং প্রদেশে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস করেছে চীন

By Bangla news dunia Desk

Published on:

Bnagla News Dunia , অজয় দাস :- চীনের সিনজিয়াং ( Xinjiang ) প্রদেশে উইঘুর মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে বেশি। চীনের এই প্রদেশ কাজাগিস্তান , কিরগিস্তান , তাজাকিস্থান এর বর্ডারের সাথে যুক্ত। আর এই তিন দেশই মুসলিম জনসংখ্যা বহুল দেশ। ফলে চীনের সিনজিয়াং ( Xinjiang ) প্রদেশ ও মুসলিম জনসংখ্যা বহুল প্রদেশ। কিন্তু সেখানে মুসলিমদের সাথে চীনা সরকার ভেদভাব আচরণ করে। এছাড়া সেখানকার মুসলিমদের উপর নানা রকম অত্যাচার করে চীনের পুলিশ।

বিভিন্ন সময় বিভিন্ন দেশের পক্ষ থেকে সিনজিয়াং ( Xinjiang ) প্রদেশে চীনের এই ভেদভাব আচরণের ফলে বিরোধের আওয়াজ তোলা হয়েছে । কয়েকদিন আগেই ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে সিনজিয়াং ( Xinjiang ) প্রদেশের মুসলিমদের উপর যে বর্বর আচরণ করা হয় তার বিরোধিতা করা হয়েছে। কিন্তু তুর্কি ছাড়া কোনো মুসলিম দেশ চীনের মুসলিমদের উপর হওয়া এই বর্বর আচরণের বিরোধিতা করতে দেখা যায়নি।

আরো পড়ুন :- এবার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ধাক্কা খেলো পাকিস্তান

কয়েক দিন আগেই তুর্কি চীনের মুসলিমদের পক্ষ নিয়ে চীনের কাছে বিরোধ জাহির করে। তবে চীন তুর্কির এই বক্তব্য শুনতে নারাজ। কারণ তুর্কি চীনের কাছে খুবই ছোট একটি দেশ। এমনকি তুর্কি দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে। কয়েক বছর আগে ও তুর্কির সাথে গোটা বিশ্বের সম্পর্ক ভালো ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে তুর্কি আমেরিকা , ইউরোপ এমনকি ভারতের সাথে ও তার মিত্রতার সম্পর্ক ছিন্ন করেছে। ফলে তুর্কি চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই তুর্কিকে সাথ দেবার মতো কোনো বড় দেশ নেই।

property banner

অস্ট্রেলিয়ার এক বিশেষজ্ঞ দল স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন যে সিনজিয়াং ( Xinjiang ) প্রদেশে বিগত কয়েক বছরে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস করেছে চীনা সরকার। এই বিশেষজ্ঞ দলের দেওয়া রিপোর্ট মার্কিন সাময়িক নিউজ উইকে প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে বিগত কয়েক বছরে চীনের সিনজিয়াং ( Xinjiang ) প্রদেশে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস হয়েছে।

এছাড়াও বিভিন্ন সময় চীনের সিনজিয়াং ( Xinjiang ) প্রদেশ থেকে ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া গেছে যে মসজিদ ভেঙে সেখানে পাবলিক টয়লেট ( শৌচাগার ) বানানো হয়েছে। এছাড়া সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের কবর দেওয়ার পরিবর্তে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর তার সাথে অত্যাচার তো রয়েছেই।

আরো পড়ুন :সৌদির কাছে সাহায্য চাইতে নিজেই পৌঁছে গেলেন ইমরান খান !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- নতুন ভ্যাকসিন আবিষ্কার করলো রাশিয়া , এক ডোজ যথেষ্ট !

Bangla news dunia Desk

মন্তব্য করুন