মানবাধিকার নিয়ে সামনা সামনি আমেরিকা ও চীন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- আমেরিকা সর্বদা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে সরব হয়েছে। যেখানে তাদের সুবিধা আছে সেখানেই তারা মানবাধিকারের নামে নিজেদের দোকান চালাতে শুরু করে। যেমন আমেরিকা ভারতেও মানবাধিকারের নামে নিজের দোকান চালায়। কিন্তু এবার এই মানবাধিকারের জন্য আমেরিকা ও চীন সামনে সামনি চলে আসলো।

এতদিন চীনের সিং ঝিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের উপর চীন সরকার যেই অত্যাচার করে মানবাধিকারের নামে তার প্রতিবাদ করে এসেছে আমেরিকা। সেই অনুযায়ী আমেরিকা বিশ্বের বিভিন্ন মঞ্চে চীনের এই উইঘুর মুসলিমদের উপর করা অত্যাচারের কথা প্রচার করেছে। কিন্তু এবার চীন মানবাধিকারের প্রশ্নে আমেরিকাকে আন্তর্জাতিক মঞ্চে ঘিরতে চলেছে।

আরো পড়ুন :- OIC অন্তর্ভুক্ত ৫৭ মুসলিম দেশকে আয়না দেখালো আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরাফ গনি

চীন ইসরায়েল ও প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধে আমেরিকার তরফ থেকে  ইসরায়েলের এক তরফা সমর্থনকে মানবাধিকার হনন বলে ঘোষণা করেছে। চীন আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার ইসরায়েলের সাপোর্টকে মানবাধিকার হনন বলে ঘোষণা করেছে। চীন বলে ইসরায়েল  প্যালেস্টাইন বাসীর মানবাধিকার হনন করছে কিন্তু এই জাগায় আমেরিকা তা দেখতে পারছে না। আর আমেরিকা এই যুদ্ধ থামাবার ও কোনো চেষ্টা করছে না।

আরো পড়ুন :- এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে ভারতের সাথে সহমত প্রকাশ করলো চীন

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এই প্রথম নিজেকে সুপার পাওয়ার বলে আমেরিকাকে যুদ্ধের হুমকি দিলো চীন

Bangla news dunia Desk

মন্তব্য করুন