মার্কিন মুলুকে করোনায় মৃত্যু ১১ ভারতীয়র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, সারদা দে :- করোনা আতঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইতালির পরেই।  প্রতিদিন সেখানে বাড়ছে মৃতের সংখ্যা। বাদ  যায়নি সেখানে বসবাসকারী ভারতীয়রাও। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ জন  ভারতীয় মারা গেছেন এবং  আক্রান্ত ১৬ জন। মৃতদের প্রত্যেকে পুরুষ ছিলেন এবং ১০ জনই ছিলেন  মূলত নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সি এর বাসিন্দা। এদের মধ্যে ১ জন ছিলেন শুধু ফ্লোরিডার। সংবাদ সূত্রের খবর অনুযায়ী মৃতদের ৪ জন ছিলেন নিউ ইয়র্কের ট্যাক্সি চালক।

[ আরো পড়ুন :- মোদী মহান , প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প ]

ইতিমধ্যে যে ১৬ জন ভারতীয়  মার্কিন মুলুকে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪ জন হলেন  মহিলা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮ জন নিউ ইয়র্ক ,৩ জন নিউ জার্সির এবং বাকিরা টেক্সস এবং ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। আক্রান্তরা ভারতের মহারাষ্ট্র ,কর্ণাটক ,উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। করোনা ধরা পড়ার পরে প্রত্যেকে আপাতত সেল্ফ কোয়ারেন্টাইনে  আছেন। করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয়দের  সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্টের ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটের সদস্যরা একযোগে সহযোগিতার হাত  বাড়িয়ে দিয়েছেন। তারা নিয়মিত যোগাযোগ রাখছেন সেখানকার প্রশাসনের সাথে। ভারত-মার্কিন সংস্থাগুলিও নানাভাবে সাহায্য করার চেষ্টা করছে এই আক্রান্ত ভারতীয়দের ।

মার্কিন যুক্তরাষ্টের যে সব এলাকা করোনার জন্য সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তার মধ্যে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি সব চেয়ে আগে আছে ।  এখনো পর্যন্ত ওই দেশে করোনার   শিকার হয়েছেন ১৪,০০০ এর বেশি আর আক্রান্তের সংখ্যা ৮ লক্ষের  বেশি। নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে ৬,০০০ এর বেশি মানুষ মারা গিয়েছেন এবং সংক্রমিত হয়েছেন ১,৩৮,০০০ জন। অন্যদিকে নিউ জার্সিতে মৃতের সংখ্যা ১,৫০০ জন এবং আক্রান্তের সংখ্যা ৪৮,০০০।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে করোনা ভাইরাস কার্ভের সবচেয়ে উপরে উঠে গেছে আমেরিকা।

[ আরো পড়ুন :- করোনার আবহে স্টেথোস্কোপ হাতে বঙ্গতনয়া মিস ইংল্যান্ড ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন