bBangla News Dunia, অজয় দাস :- করোনা মোকাবিলা করার জন্য বিশ্বের কোনো দেশই প্রস্তুত ছিল না। কিন্তু করোনা যখন আসতে আসতে সারা বিশ্বে ছড়িয়ে পরে তখন সারা বিশ্ব করোনার থেকে বাঁচার জন্য কাজ করতে শুরু করে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। আর তার ফলেই যারা সামনে থেকে করোনা মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন সেই নার্স ও চিকিৎসকরাই প্রয়োজনীয় মাস্ক ও পিপিই কিট পাচ্ছেন না।
মাস্ক ও পিপিই কিট না পাওয়ার অভিযোগ তুলেছেন জার্মানির কিছু চিকিৎসক। আর তারা মাস্ক ও পিপিই কিট এর জন্য নগ্ন হয়ে প্রদর্শন করেন। তারা তাদের প্রদর্শন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেয়। তাদের দাবি আমরা রোগীদের যথাযথ চিকিৎসা করছি কিন্তু আমাদের কাছে নিজেদের সুরক্ষার জন্য দরকারি মাস্ক ও পিপিই কিট নেই। এমনকি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না।
তারা বলেন আমাদের যত পরিমান মাস্ক ও পিপিই কিট দরকার তা দেওয়া হচ্ছে না ফলে আমাদের সুরক্ষার ঘাটতি হচ্ছে। ফলে সঠিক পরিমান সুরক্ষা না নিয়ে কাজ করার ফলে দেশে করোনার রোগীর সংখ্যা বেড়ে চলেছে।
আরো পড়ুন :- করোনা আবহের মধ্যেই বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
মূলত জার্মানিতে প্রথম করোনা ভাইরাসের রোগী জানুয়ারী মাসে দেখা যায়। আর ওই মাসের শেষের দিকেই এই ভাইরাস জার্মানিতে তার প্রকোপ বিস্তার করতে শুরু করে। জার্মানিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৬ হাজার ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জার্মানির ডাক্তারদের দাবি এত সংখক রোগীর চিকিৎসা করার জন্য তাদের যে সুবিধা দেওয়া দরকার সরকার তা দিচ্ছে না। সেখান কার ডাক্তারদের দাবি শুধু মাস্ক ও পিপিই কিট নয় এপ্রোন , গেলাভস , জীবাণু নাশক সব কিছুই দরকারের তুলনায় কম দেওয়া হচ্ছে তাদের। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করা হচ্ছে।
আরো পড়ুন :- পেট্রোলের উপর ” করোনা ট্যাক্স ” বসাচ্ছে এই রাজ্য
Highlights:
- মাস্ক ও পিপিই কিট না পাওয়ায় নগ্ন হয়ে প্রতিবাদ জানালো চিকিৎসকেরা
- মাস্ক ও পিপিই কিট না পাওয়ায় প্রতিবাদ জানালো জার্মানির কিছু চিকিৎসক।
- জার্মানিতে প্রথম করোনা ভাইরাসের রোগী জানুয়ারী মাসে দেখা যায়
- জার্মানিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৬ হাজার ৩৭৪ জনের মৃত্যু হয়েছে