মিলে গেল ট্রাম্পকে নিয়ে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ! জানুন সেটি কি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Donald Trump

Bangla News Dunia , Pallab : আমেরিকায় ফের ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ট্রাম্প। ট্রাম্পের জয়ের সঙ্গে সঙ্গেই সত্যি প্রমাণিত হল নস্ত্রাদামুসের আরও একটি ভবিষ্যদ্বাণী। কয়েকশো বছর আগে আমেরিকার রাজনীতির এই উল্লেখযোগ্য মোড় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বিখ্যাত ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুস।

আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা

১৫৫৫ সালে ‘The Prophecies’ নামে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর একটি বই প্রকাশিত হয়। নস্ত্রাদামুস উল্লেখ করেছেন যে বিশ্বের সুপার পাওয়ারের রাজা হিসেবে দ্বিতীয়বার সিংহাসনে বসবেন এমন একজন, যিনি তাঁর জীবনের শেষ পর্যায়ে রয়েছেন। নস্ত্রাদামুস যখন এই ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেই সময় পৃথক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেনি আমেরিকা।

কিন্তু বর্তমানের যে সময়সীমা নস্ত্রাদামুস উল্লেখ করেছেন, সেই সময় আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার গুলির অন্যতম। আর ট্রাম্প ৭৮ বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হলেন। বলা যেতেই পারে, ট্রাম্পের জয়ের সঙ্গে সঙ্গে মিলে গেল নস্ত্রাদামুসের আরও একটি ভবিষ্যদ্বাণী। #Short News

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন