মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- হিজাব আইন বিতর্কের মাঝেই ইরানের নারীদের উল্লেখ করে  টুইট করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই, “মেয়েরা হল ফুলের মতো। তাঁরা গৃহপরিচারিকা নন।” হিজাব আইন যে এখনই লাগু হচ্ছে না তাঁর আভাস আগেই পাওয়া গিয়েছিল। এরই মধ্যে খামেনেইয়ের এমন নরম সুরে কি গলছে ইরানের মহিলাদের মন?

আরো পড়ুন :- নাড্ডার উত্তরসূরি কে? ফেব্রুয়ারিতেই চমক বিজেপির

প্রসঙ্গত, প্রস্তাবিত হিজাব আইন অনুযায়ী, মহিলাদের মেনে চলতে হবে কঠোর হিজাব বিধি। সব সময় ঢেকে রাখতে হবে মাথার চুল, কাঁধ ও পা। যদি এই নিয়ম কেউ না মানে তাহলে নেমে আসবে শাস্তির খাঁড়া। জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ সাজা হিসাবে ১৫ বছরের কারাবাস হতে পারে। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কিত এই হিজাব আইনের প্রতিবাদে সরব হয়েছেন ইরানের অসংখ্য নারী। বছর দুয়েক আগেও ঠিকমতো হিজাব না পরার অপরাধে নীতি পুলিশের মারে ইরানে মৃত্যু হয়েছিল কুর্দ তরুণী মাহসা আমিনির। এরপরেই প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ। ইসলামিক দেশটির কট্টর ‘মোল্লাতন্ত্র’-কে চ্যালেঞ্জ জানিয়ে তখন থেকেই হিজাব আন্দোলনের সূত্রপাত। তবে কি নাগরিকদের প্রতিবাদ এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখেই খামেনেইয়ের এমন ভোলবদল নাকি সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের ছোঁয়ায় নতুন দিনের মুখোমুখি ইরান? প্রশ্নগুলি কিন্তু উঠছে।

আরো পড়ুন :- পর্ন স্টারকে ঘুষ ! ট্রাম্পকে রেহাই দিল না আদালত

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন