Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গতকাল ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প । হাইড্রক্সিক্লোরোকুইন ঔষধ না পাঠালে তার ফল ভুগতে হবে ভারতকে । তার ঠিক ২৪ ঘণ্টা পরেই হঠাৎ সুর বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের । এই বার প্রশংসার সুরে তিনি বললেন, প্রধানমন্ত্রী মোদী খুব ভাল মানুষ। মোদী মহান!
[ আরো পড়ুন :- লক ডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত প্রধানমন্ত্রীর ]
মার্কিন সংবাদ সংস্থাকে ট্রাম্প বলেন , প্রায় ৩ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠিয়েছে ভারত । সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে , গুজরাতের তিনটে কারখানা থেকে জাহাজবোঝাই করা ওই ওষুধ পাড়ি দিয়েছে আমেরিকার উদ্দেশে। মঙ্গলবারই ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ভারত হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠায় তার ফল তাদের ভুগতে হবে । তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আশা করি, তিনি ওই ওষুধের রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। তবে তিনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, আমেরিকা পাল্টা প্রত্যাঘাত করতে পারে ।
ঠিক তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকায় ওষুধ পাঠানোর বন্দোবস্ত করল ভারত। এই মুহূর্ত আমেরিকার করোনা পরিস্থিতি খুবই শোচনীয় , তার মধ্যে মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে । হাইড্রক্সিক্লোরোকুইন ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সারা বিশ্বের মধ্যে ৭০ শতাংশ হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন করে ভারত।
কিন্তু গত ২৫ মার্চ থেকে এই ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। ট্রাম্পের হুমকির পর মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপৎকালীন প্রয়োজনেই এই ওষুধ রফতানি করা যাবে।